মানুষের খুবই স্বতঃস্ফূর্ততা দেখতে পারছি। আমাদের রেজাল্ট ফুল পজিটিভ হবে। খুব ভালো হবে। পূর্ব মেদিনীপুর জেলার এগরা ১ ব্লকের আলংগিরিতে নির্বাচনী কর্মীসভায় যোগ দিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনটাই মন্তব্য করেন মেদিনীপুর লোকসভার তৃণমূলের তারকা প্রার্থী জুন মালিয়া। তিনি জানিয়েছেন, আমরা ভোটের প্রচারে মমতা বন্দ্যোপাধ্যায়ের লক্ষীর ভাণ্ডার থেকে সবকটি প্রকল্প মানুষের কাছে তুলে ধরছি। এদিন বামফ্রন্টকে খোঁচা দিতে ছাড়েনি জুন। তিনি বলেন, ৩৪ বছরে বামফ্রন্ট কিছুই করেনি। ৩৪ বছর ধরে মানুষ জানে যে, মেদিনীপুরে কিভাবে অত্যাচারিত হয়েছে। আগামীদিনগুলোতে মানুষ মা-মাটি-মানুষের সঙ্গেই থাকবেন বলে আশাবাদী জুন মালিয়া।
এদিন এগরায় জুন মালিয়ার সঙ্গে সেল্ফি তোলার হিড়িক পড়ে যায়। উপস্থিত ছিলেন এগরার বিধায়ক তরুণ কুমার মাইতি, এগরা ১ পঞ্চায়েত সমিতির সভাপতি অমিয় কুমার রাজ, দলের ব্লক সভাপতি বিজন বিহারি সাউ, সহ-সভাপতি সত্য চক্রবর্তী, যুব সভাপতি শান্তনু নায়ক, জেলা সহ-সভাপতি সিদ্ধেশ্বর বেরা, কনভেনর শেখ মুক্তাজল প্রমুখ।