সার্চ ওয়ারেন্ট ছাড়া কেন বিজেপি পার্টি অফিসে,তাই ভূপতিনগর থানার ওসির সাথে বিবাদে জড়ালেন ভগবানপুরের বিধায়ক।প্রকাশ্য রাস্তায় চললো সেই বিবাদ।উত্তেজনার বশে থানা জ্বালানোর হুমকী দিয়ে বসলেন বিজেপির বিধায়ক ! প্রকাশ্য রাস্তায় চলা এই ঘটনার ভিডিও সোস্যাল মিডিয়ায় রীতিমত ভাইরাল
সোমবার রাত্রি প্রায় সাড়ে ৮টা নাগাদ ভুপতিনগরের ওসি গোপাল পাঠকের নেতৃত্বে পুলিশের একটি দল স্থানীয় অর্জুননগরে বিজেপি বিধায়কের দলীয় কার্যালয়ে ঢুকে পড়েন। সেই সময় বিধায়ক রবীন্দ্রনাথ দাস ঘটনাস্থলেই হাজির ছিলেন। পুলিশের দাবী, এক অভিযুক্তকে তাড়া করার সময় ওই ব্যক্তি বিধায়ক কার্যালয়ে ঢুকে পড়ে গা ঢাকা দিয়েছে। তার পিছু ধাওয়া করেই পুলিশ এই অফিসে এসেছে। যদিও কোনও সার্চ ওয়ারেন্ট ছাড়া বিধায়ক কার্যালয়ে ঢোকায় পুলিশের সঙ্গে বিতন্ডায় জড়ান বিধায়ক ও তাঁর অনুগামীরা।
বিজেপির অভিযোগ, সোমবার বিকেলে ভুপতিনগর থানা এই এলাকায় তাঁদের দলের এসসি মোর্চার সভাপতিকে থানায় তুলে এনেছে পুলিশ। সেই সঙ্গে বিজেপির ভাইস প্রেসিডেন্ট বিভাস প্রধানকে চায়ে দোকান থেকে তুলে আনার চেষ্টা করে। সেই সময়ই বিভাস ছুটে গিয়ে বিধায়ক কার্যালয়ে ঢুকে পড়ে। তাঁকে পাকড়াও করতে গিয়েই পুলিশ সটান বিধায়কের কার্যালয়ে পৌঁছে যায়। এই নিয়ে বিজেপি নেতারা পুলিশকে বিক্ষোভ দেখান। কেউ ্্না জ্বালিয়ে দেওয়ার হুঁশিয়ারিও দেন। প্রয়োজনে থানা ঘেরাওয়ের আওয়াজ তোলেন কেউ কেউ। এরপরেই ওসি গোপাল পাঠক পিছু হঠে চলে যান
শেষ পর্যন্ত ঘটনাস্থল ছেড়ে চলে যায় পুলিশ। গোটা ঘটনা ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে এলাকায়।