পূর্ব মেদিনীপুর জেলার খেজুরি থানার খেজুরি ১ ব্লকের কৃষ্ণনগরে ঐতিহ্যবাহী কালীপুজো অনুষ্ঠিত হলো সোমবার। কৃষ্ণনগর মাতৃ সংঘ আয়োজিত ২৪৯ তম বর্ষের ঐতিহ্যবাহী কালীপুজো সোমবার সারা রাত্রি ধরে হল। মাতৃ আরাধনায় সামিল হল বিভিন্ন এলাকার অগণিত ভক্ত।
ভক্তের ভিড় সামাল দিতে খেজুরি থানার পক্ষ থেকে বিশাল পুলিশ বাহিনী ও সিভিক ভলেন্টিয়ার মোতায়েন করা হয়। সারারাত ধরে এই ঐতিহ্যবাহী কালীপুজো এলাকাবাসীর যোগদানে হয়ে উঠে গ্রামীন মিলন উৎসব। সুষ্ঠুভাবেই পুজো অনুষ্ঠান জন্য মাতৃ সংঘের পক্ষ থেকে এলাকাবাসী এবং যোগদানকারীদের অভিনন্দন জানানো হয়।
Author: ekhansangbad
Post Views: ৯২