ইন্দ্রজিৎ আইচ :-
” যাকে খুশি ভোট দিন
জেনে শুনে ভোট দিন “
আসন্ন লোকসভা নির্বাচন উপলক্ষে আজ কলকাতা প্রেস ক্লাবে রাজ্যের জনগণের উদ্দেশে এই বার্তা দিলেন ওয়েস্ট বেঙ্গল ইলেকশান ওয়াচ। এই সংস্থার পক্ষে উজ্জয়িনী হালিম আজ পশ্চিম বঙ্গে লোকসভা নির্বাচন ২০২৪ এর প্রথম দফায় পার্থীদের ফৌজদারি মামলার প্রেক্ষাপট , আর্থিক অবস্থা, শিক্ষাগত যোগ্যতা এবং লিঙ্গ সাম্মতা ও অন্যান্য তথ্যর বিশ্লেষণ করেন। সেই সঙ্গে পশ্চিমবঙ্গের সকল ভোটারদের অনুরোধ জানালেন আপনারা পার্থীদের সব যোগ্যতা খতিয়ে দেখে ভেবে চিনতে ভোট দেবেন, কারণ আপনার একটি মাত্র ভোট ভারতবর্ষের ক্ষেত্রে, লোকসভা নির্বাচন এর ক্ষেত্রে এবং দেশের ও দসের উন্নতি সাধনের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ন।
আজ প্রেস ক্লাবে এই সংস্থার পক্ষে এ কে সামন্ত জানালেন প্রতি বছর যে কোন নির্বাচনে বহু মানুষ খুণ হয়, মারামারি হয়। কেন এটা হবে। কেন কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট হবে? কেন শুধুমাত্র ভোটের জন্যে আমার আপনার টেক্স এর টাকা খরচ করে ভোট হবে। নেতা মন্ত্রীরা গাড়ি, বিমানে করে শোভাযাত্রা করে ভোট প্রচার করবে। এই ক্ষেত্রে অনেক অর্থ ব্যায় হয়। তাই আপনি বা আপনারা প্রার্থী দের দেখে শুনে ভোট দিন। আজ
এই সন্মেলনে উপস্থিত ছিলেন সুমন কল্যাণ মন্ডল এবং মানবেন্দ্র নাথ মন্ডল।