প্রদীপ কুমার সিংহ :- কয়েকদিন আগে গড়িয়ার পাঁচ পোতা এলাকা থেকে এক জনৈক্য ব্যক্তি বাড়িতে চুরি হয় সোনার,রুপোর গহনা মোবাইল। সেই দুর্ঘটনা নন্দনপুর থানা অভিযোগ দয়া করে সেই জনৈক ব্যক্তি। অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে নরেন্দ্রপুর থানার পুলিশ। প্রচুর পরিমাণে সোনার গহনা ও মোবাইল ফোন উদ্ধার করে এবং ঘটনায় জড়িত থাকা ২ জনকে গ্রেফতার করে। ধৃত ব্যক্তিরা স্বামী-স্ত্রী। গতকাল রাতে নরেন্দ্রপুর থানার স্পেশাল তদন্তকারী দল অভিযান চালিয়ে গড়িয়া পাঁচ পোতা এলাকা থেকে সোনার গহনা সহ অভিযুক্ত স্বামী, দেবু মহাপাত্র ও তার স্ত্রী রঞ্জনা মহাপাত্র কে গ্রেফতার করা হয়। সোনার গহনা মধ্যে ছিল হাড় ,বালা ,কানের দুল, মাথার টিকলি , বেশ কিছু রুপোর গহনা।
পিতলের বেশ কিছু বাটি ঘটি ও ঠাকুরের বাসণ এবং চারটে মোবাইল উদ্ধার করে পুলিশ।উদ্ধার হওয়া জিনিসের আনুমানিক মূল্য প্রায় কয়েক লক্ষ টাকা। পুলিশ সূত্রে জানা যায় এদের বাড়ি রুবি হাসপাতাল এলাকায়। এরা নরেন্দ্রপুর থানার গড়িয়া পাঁচপোতা এলাকায় ভাড়া নিয়ে থাকতো, সেখানে ভাড়া থেকেই এই কাজ করতো। তবে পুলিশের অনুমান এর সাথে বড়সর চক্র কাজ করতে পারে। তবে তাদের দুজনকেই আজ বারুইপুর আদালতে পেশ করা হবে ।তাই এদের পেছনে আর কে কে রয়েছে তাদেরকে আরও জিজ্ঞাসাবাদের জন্য বারুইপুর মহকুমা আদালতে মহামান্য বিচারকের কাছে পুলিশি হেফাজতের আবেদন জানানো হবে।