Select Language

[gtranslate]
৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ বুধবার ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

উত্তর খোদার বাজার যুব সংঘের ঈদ উৎসবের শুভ সূচনা করলেন তৃণমূলের নেতৃবৃন্দরা

প্রদীপ কুমার সিংহ:- দিল্লিতে প্রধান নির্বাচন কমিশনার অফিসে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ১০ জন সাংসদ সোমবার দুপুরে অভিযোগ জানাতে গিয়েছিল। তখন দিল্লীর পুলিশ সাংসদদের টেনে হিজরে সেই জায়গা থেকে বার করে দেয় এবং থানায় ধরে নিয়ে যায়। এই ঘটনার তীব্র নিন্দা করলেন পশ্চিমবাংলার বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার নিজের বিধানসভা কেন্দ্রে বারুইপুর উত্তর খোদার বাজার যুব সংঘের পরিচালনায় ঈদ মিলন উৎসবে আসেন মঙ্গলবার বিকালে। সেই সময় সাংবাদিকরা অধ্যক্ষকে প্রশ্ন করে, দিল্লির ঘটনায় তিনি বলেন দিল্লির ঘটনায় খুব নিন্দনীয় ঘটনা। যেভাবে ই ডি সিবিআই কেন্দ্রের পক্ষে থেকে তৃণমূল কংগ্রেসের নেতাদের পিছনের লাগিয়েছে তা খুবই নিন্দা জনক ঘটনা। এর তীব্র প্রতিবাদ জানান অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়।বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা । মুসলিম সম্প্রদায়ের মানুষের শ্রেষ্ঠ উৎসব রমজান মাসের পর পবিত্র খুশির ঈদ। সেই ঈদ উপলক্ষে মুসলিম সম্প্রদায় মানুষ বিভিন্ন অনুষ্ঠান করে নিজেদের এলাকায়। দক্ষিণ ২৪ পরগনা জেলার বারুইপুর থানার অন্তর্গত উত্তর খোদার বাজার যুবক সংঘের ঈদ উপলক্ষে মিলন উৎসব হয় এদিন।
বর্তমান সময় মানুষের মধ্যে হিংসা বিদ্বেষ প্রকটতর। মানুষের মধ্যে মিল মহব্বত ফিরিয়ে আনে খুশির ঈদ। খুশির ঈদে নিজেদেরকে নিয়োজিত করার জন্য উত্তর খোদার বাজার যুব সংঘের পক্ষ থেকে প্রতিবছর আর পাঁচটি উৎসবের মতো বিভিন্ন রকম থিমের আয়োজন করে থাকে। দক্ষিণ ২৪ পরগনা জেলার বারুইপুর উত্তর খোদার বাজার যুব সংঘের এবারের ভাবনা মসজিদ আন নববী। ঈদের আগেই আজ মঙ্গলবার ৪৫ তম বর্ষের এই মিলন উৎসবের শুভ সূচনা করলেন বারুইপুর পশ্চিমের বিধায়ক তথা পশ্চিমবঙ্গ বিধানসভার অধ্যক্ষ বিমান ব্যানার্জি, যাদবপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী তথা অভিনেত্রী সায়নী ঘোষ, জেলা পরিষদের মৎস্য ও প্রাণী দপ্তরের কর্মাধ্যক্ষ জয়ন্ত ভদ্র, বারুইপুর পৌরসভার উপপৌরপ্রধান গৌতম কুমার দাস সহ একাধিক কাউন্সিলর। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে সংবর্ধিত হন ভারতের জাতীয় দলের প্রাক্তন ফুটবলার রহিম নবি এবং ফুরফুরা দরবার শরীফের পীরজাদা আলহাজ্ব মাসুম বাখতিয়ারী আল জালালী।


প্রধান উপদেষ্টা সাদিক ইসলাম সাংবাদিকদের বলেন সব মানুষের ক্ষমতা নেই মদিনা শরীফে যাওয়ার, যারা যেতে পারেন না তারা ভাবেন কি আছে তার মধ্যে, অনেক মানুষের ইচ্ছা এবং আশা থাকলেও সেখানে যাওয়ার সামর্থ্য থাকে না, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সেই সব অগণিত মানুষের কথা মাথায় রেখেই “মদিনা শরীফের মসজিদ আন নববী ” এর আদলে তৈরি করা হয়েছে এই মন্ডপ. মন্ডপের মধ্যে ভিডিওগ্রাফির মাধ্যমে সেখানকার সমস্ত জিনিস তুলে ধরা হয়েছে যাতে সমস্ত ধর্মের মানুষ এখানে এসে দেখে নিজেদের আত্ম সন্তুষ্টি করতে পারেন.
তৃণমূল কংগ্রেস প্রার্থী সায়নী ঘোষ বলেন ই ডি সি বি আই এর কর্মীরা ভোটে পশ্চিমবাংলার নেমে পড়ুক। যেভাবে ইডি সিবিআই কে দিয়ে বিজেপি কাজে লাগাচ্ছে তাতে করে ওদের ভোটে নেমে পড়া উচিত । ওদের রোজ রোজ আসতে হবে না বাংলাতে, পশ্চিম বাংলা ওরা ঘর ভাড়া করেই থাকুক। তিনি মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে বলেন ধর্ম যার যার উৎসব সবার, আল্লাহ চেয়েছেন আমি এখানে আসি তাই আসতে পেরেছি, এখানে এসে মসজিদের আদলে এই মন্ডপ দেখে আমি বিস্মিত। এই মিলন উৎসবে এসে তিনি নিজের জন্য ভোটের বাক্সের আশীর্বাদ চাইতে কুন্ঠবোধ করেন নি।

ekhansangbad
Author: ekhansangbad

Related News

Also Read