Select Language

[gtranslate]
৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ বুধবার ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

লক্ষী ভান্ডারে কারচুপি:ময়নায় বিজেপির পুরুষ বুথ সভাপতি গ্রেফতার।

লক্ষী ভান্ডারের টাকা কারচুপি করে নেওয়ার অভিযোগে ময়নায় বিজেপির এক বুথ সভাপতিকে গ্রেফতার করলো পুলিশ |শুভেন্দু অধিকারীর জেলা পূর্ব মেদিনীপুরের ময়নার মোট ১২ জন বিজেপির পুরুষ নেতা-কর্মী লক্ষী ভান্ডারের টাকা কারচুপি করে নেওয়ার ঘটনায় অভিযুক্ত |এই ঘটনার প্রধান অভিযুক্ত বিজেপির এক বুথ সভাপতির ছেলে |জানা গেছে সেই যুবক রীতিমত মুচলেখা দিয়ে নিজের অপরাধ স্বীকার করেছে |

আজ ভোর রাতে পূর্ব মেদিনীপুর এর ময়না থানার দক্ষিণ হরকুলি থেকে হুগলির খানাকুল থানার পুলিশ লক্ষীর ভান্ডার এর টাকা প্রাপক তিন জন পুরুষকে গ্রেপ্তার করে খানাকুলের উদ্দেশ্যে রওনা দিল |

ময়নার দক্ষিণ হারকুলি গ্রমের সক্রিয় বিজেপি কর্মী শ্রীকান্ত দাস নামে এক যুবক ২০২২ সালে খানাকুলের দু’নম্বর ব্লকের বিডিও লগইন পাসওয়ার্ড অপব্যবহার করে দক্ষিণ হরকুলি গ্রামের ১২ জন পুরুষের নামে লক্ষীর ভান্ডার পাইয়ে দেয় | খানাকুলের বাসিন্দা ১২ জন মহিলা মাসের পর মাস টাকা না পেয়ে বিডিওর কাছে অভিযোগ করে |খানাকুনের বিডিওর নির্দেশে তদন্তে নেমে কারচুপি ধরে ফেলে প্রশাসন |এরপরেই খানাকুলের বিডিওর অভিযোগ পেয়ে ঘটনার তদন্ত করে ময়নার বিডিও |

৩ এপ্রিল জিজ্ঞাসাবাদের সময় ময়নার বিডিওর কাছে এই ঘটনার কথা স্বীকার করে ওই যুবক | এই বিষয়ে ওই যুবকের এক মুচলেখা হাতে আসে |তারপরে খানাকুলের বিডিও মধুমিতা ঘোষ খানাকুল থানায় অভিযোগ দায়ের করে সেই অভিযোগের ভিত্তিতে দক্ষিণ হারুকুলি গ্রামের শ্রীকান্ত দাস এর বাড়িতে অভিযান চালিয়ে তার বাবা অর্থাৎ বিজেপির বুথ সভাপতি অশোক দাস সহ আরো দুজনকে গ্রেফতার করে খানাকুলের উদ্দেশ্যে পাড়ি দিলো পুলিশ |এরা সকলেই লক্ষী ভান্ডারের টাকা কারচুপি করে নেবার দায়ে অভিযুক্ত |

জানা গেছে লক্ষী ভান্ডারের টাকা কারচুপিতে অভিযুক্ত বিজেপির বাকী ৯ জন পুরুষ কর্মী গ্রেফতারি এড়াতে গাঢাকা দিয়েছে |

ekhansangbad
Author: ekhansangbad

Related News

Also Read