তমলুক লোকসভার বিজেপি প্রার্থী প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলির পায়ে হাত দিয়ে প্রণাম করলেন তমলুক পুলিশ টেলিকম স্টেশান ইন্সপেক্টর আওয়াদাস কুমার সিং।আর সেই ঘটনার ভিডিও তুলে সোস্যাল মিডিয়ায় ছাড়লো এক ব্যাক্তি।প্রনামের ভিডিও ভাইরাল হতেই সমালোচনার ঝড় শুরু হয়েছে রাজনৈতিক মহলে সহ প্রশাসনিক মহলে।
গত ৩ মার্চ তমলুক জেলখানা সংলগ্ন এলাকায় বাড়ি বাড়িপ্রচার করছিলেন প্রাক্তন বিচারপতি তমলুক লোকসভার বিজেপি প্রার্থী অভিজিৎ গাঙ্গুলি।। সেই সময় তিনি ওই পুলিশ আধিকারিকের বাড়িতে যান ।সেই সময় এই পুলিশ আধিকারিক বিজেপি প্রার্থী অভিজিৎ গাঙ্গুলির পায়ে হাত দিয়ে প্রণাম করেন। আর সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। আর যা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তর্যা।
সাংবাদিকদের ওই পুলিশ আধিকারিক ফোন জানিয়েছেন তিনি ওই দিন ছুটিতে বাড়িতে ছিলেন। বিজেপি প্রার্থী অভিজিৎ গাঙ্গুলি তাঁর বাড়িতে এসে তার মা কে প্রণাম করেন সেই সময় অভিজিৎ গাঙ্গুলিকে আমিও প্রণাম করি ।
পুলিশ আধিকারিক যাই বলুন এই প্রণাম নিয়ে রাজনৈতিক মহলে গুঞ্জন শুরু হয়েছে।