দীঘা থেকে অপহৃতা নাবালিকা ও অপহরণকারীকে উড়িষ্যার পুরী জেলার বলাইপণ্ডা এলাকা থেকে উদ্ধার করল দীঘা মোহনা থানার পুলিশ। অভিযোগ দীঘা মোহনা থানার খাদালগোবরা গ্রামের এক অষ্টম শ্রেণীর নাবালিকা নিখোঁজ হয় ২৯ মার্চ সকালে। অনেক খোঁজাখুঁজির পর মেয়েকে না পেয়ে পরিবারের লোকেরা দীঘা মোহনা থানায় অভিযোগ দায়ের করে। পরিবারের লোকেরা জানতে পারে দিঘার সৈকতে এক ঘোরার চালক তাদের নাবালিকা মেয়েকে অপহরণ করে নিয়ে পালিয়ে গেছে।
পুলিশ জেলা পুলিশের সহায়তায় মোবাইলের টাওয়ার লোকেশন করে উড়িষ্যার বলাইপণ্ডা থানা এলাকা থেকে নাবালিকা কে উদ্ধার করে এবং অপহরণকারীকে গ্রেফতার করে ৮ এপ্রিল। আজ তাদের কাঁথি মহকুমা আদালতে তোলা হলে বিচারক নাবালিকার গোপন জবানবন্দি গ্রহণ করেন। অপহরণকারী কে চারদিন পুলিশ হেফাজত এবং নাবালিকাকে পাঁউশী অন্তর্দয় অনাথ আশ্রমে রাখার নির্দেশ দেন। এই ঘটনাকে ঘিরে এলাকায় চাঞ্চল সৃষ্টি হয়েছ।