মধ্য প্রদেশ থেকেও কয়েকদিন আগে জঙ্গী গ্রেফতার হয়েছে।সেই জঙ্গী আবার বিজেপির আইটি সেলের সাথে জড়িত ছিলো।গুজরাট-উত্তর প্রদেশেও জঙ্গী ধরা পড়ে।তখন কার সাথে যোগ সুত্র খুঁজবেন।বিজেপির নেতাদের এই প্রশ্ন করেছেন তমলুক লোকসভা কেন্দ্রের তৃনমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্য।
বেঙ্গালুরুর রামেশ্বরম ক্যাফেতে বিস্ফোরণের ঘটনায় পূর্ব মেদিনীপুরের নিউ দিঘা থেকে দুই অভিযুক্তকে গ্রেফতার করেছে এনআইএ। তারপর থেকেই এই ঘটনায় পশ্চিমবঙ্গকে দুষ্কৃতীদের ‘স্বর্গরাজ্য’ বলে কটাক্ষ করে শাসকদল তৃণমূল তথা রাজ্য প্রশাসনকে বিঁধতে শুরু করেছে বিজেপি।
তবে রাজ্য পুলিশের তরফে দাবি করা হয়, রাজ্য পুলিশকে সঙ্গে নিয়ে যৌথ অভিযান চালিয়ে পূর্ব মেদিনীপুর থেকে রামেশ্বরম ক্যাফে বিস্ফোরণকাণ্ডের দুই অভিযুক্তকে গ্রেফতার করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সে কথা কেন্দ্রীয় সংস্থাও তাদের থেকে সরকারি ভাবে জানিয়েছে।তারপরেও বিজেপি নেতারা লাগাতার এই ঘটনাকে নিয়ে রাজ্যের শাসক দল তৃনমূলকে আক্রমন করে চলেছে।
তমলুকে প্রচারে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই বিষয়ে বিজেপিকে আক্রমন করেছেন দেবাংশু।তমলুকের তৃনমূল প্রার্থী বলেন দেশের যেকোন প্রান্ত থেকেই লুকিয়ে থাকা জঙ্গীরা ধরা পড়তে পারে।মধ্য প্রদেশ থেকেও কয়েকদিন আগে জঙ্গী গ্রেফতার হয়েছে।সেই জঙ্গী আবার বিজেপির আইটি সেলের সাথে জড়িত ছিলো।গুজরাট-উত্তর প্রদেশেও জঙ্গী ধরা পড়ে।তখন কার সাথে যোগ সুত্র খুঁজবেন।
এর পাশাপাশি বিজেপিকে কটাক্ষ করে দেবাংশু বলেন বিজেপি বলে তাদের কাঁথিতে সংগঠন মজবুত।অথচ তাদের বাড়ির পাশে জঙ্গী লুকিয়ে থাকলো তারা জানতে পারলো না? বলেন তাহলে কি সংগঠন ভেঙ্গে গেছে।মানে তৃনমূল প্রার্থী উত্তম বারিকের জয় নিশ্চিত