Select Language

[gtranslate]
৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ বুধবার ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

উইকেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে স্বাস্থ্য সচেতনতা শিবির।

তীব্র গরমে রক্তর সংকট নিরসনে এগিয়ে আসে উই কেয়ার ফাউন্ডেশন চ্যারিটেবল ট্রাষ্ট। বছরের দ্বিতীয় রক্ত দান শিবির অনুষ্ঠিত হয় মাজনার পানিয়াতে, রক্ত সংগ্রহ করে কাঁথি ব্লাড সেন্টার।২৫ জন রক্ত দাতা রক্ত দান করেন এই শিবিরে। রক্ত দান শিবির র পাশাপাশি থাকে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির ও স্যানিটারী ন্যাপকিন সচেতনতা শিবির। এছাড়া ও থাকে বিনামূল্যে সুগার নির্নয় ও ব্লাড গ্রুপ নির্ণয়।ডাঃ শান্তনু প্রধান উপস্থিত থেকে প্রায় ৪৫ জনের স্বাস্থ্য পরীক্ষা করেন।গার্লিন স্যানিটারি ন্যাপকিন কোম্পানির সহযোগিতা য় গ্রামের মেয়েদের হাতে বিনামূল্যে স্যানিটারী প্যাড তুলে দেওয়া হয় ও তাদের মধ্যে সচেতনতা তৈরি করা হয়। সুগার লাইন থেকে রক্ত র গ্রুপ টেষ্ট ও সুগার নির্নয় করা হয়।

সংগঠন র পক্ষ থেকে মিলন গিরি জানান উই কেয়ার ফাউন্ডেশন র উদ্দেশ্যে ১২ মাসে ১৩ টা রক্ত দান শিবির করা এবং রক্ত দান শিবির গুলো সরকারি ব্লাড সেন্টারে র মাধ্যমে করা ,যাতে গরীব মানুষ গুলো ব্লাড ব্যাংক থেকে রক্ত পায় সেই উদ্দেশ্যে কে সামনে রেখে পানিয়া প্রাথমিক বিদ্যালয় তে আমাদের গ্রীষ্মকালীন দ্বিতীয় রক্ত দান শিবির অনুষ্ঠিত হয়। সংগঠনের পক্ষ থেকে সুদীপ গিরি ও কৌশিক গায়েন জানান গরমে রক্ত র তীব্র সংকট সেই জন্য আমরা প্রত্যন্ত অঞ্চলে রক্ত দান শিবির অনুষ্ঠিত করছি।আমদের রক্ত দান উৎসবে সব স্তরের রক্ত যোদ্ধা সহ ক্লাব কর্তৃপক্ষ দের মুমুর্ষ রোগীর জন্য রক্ত দান করার জন্য অনুরোধ জানাচ্ছি।সংগঠনের সভাপতি সুভাষ নন্দ ও সম্পাদিকা উজ্জয়িনী ব্যানার্জী সমস্ত রক্ত যোদ্ধা দের শুভেচ্ছা জ্ঞাপন করেন এবং বলেন আগামী দিনে মানুষের পাশে উই কেয়ার ফাউন্ডেশন এইভাবেই থাকবে।

ekhansangbad
Author: ekhansangbad

Related News

Also Read