রবিবার বেলার দিকে নন্দীগ্রাম ২ ব্লকের বিরুলিয়ায় দলবল নিয়ে তৃণমূলের দলীয় কার্যালয়ের দখল নেন বিজেপি নেতৃত্বরা। পার্টি অফিসের সর্বত্র বিজেপির দলীয় পতাকা ঝুলিয়ে দেন তাঁরা। তৃণমূলকে চরম হুঁশিয়ারি দিয়ে বিজেপি নেতৃত্বরা জানিয়ে দেন, এই এলাকায় তৃণমূল কোনও রকম কার্যকলাপ করলে তাদের উপযুক্ত শিক্ষা দেওয়া হবে।এর জেরে উত্তেজনা ছড়ায়।ঘটনাস্থলে ছুটে যান তমলুকের তৃনমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্য।
বিরুলিয়া তৃণমূল পার্টি অফিসে বিজেপির লাগানো তালা হাতুড়ি দিয়ে ভেঙ্গে ভেতরে ঢোকেন তমলুকের তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্য ও জেলা সভাপতি অসিত ব্যানার্জির সহ তৃণমূল নেতৃত্ব।
নন্দীগ্রামের বিরুলিয়া পার্টি অফিস খুলে দিয়ে বেরিয়ে যাওয়ার পর। বিজেপির পাল্টা মিছিল। তার দেখে আবারো তৃণমূল মিছিল উত্তেজনা। এলাকায় পুলিশ।
তৃণমূল কংগ্রেসের তমলুকের প্রার্থী দেবাংশু ভট্টাচার্য ঘটনাস্থলে বক্তব্য রাখতে গিয়ে বলেন ‘‘২০১১ সালে পরিবর্তনের সময় আমাদের মুখ্যমন্ত্রী বার্তা দিয়েছিলেন যে বদলা নয় বদল চাই। তৃণমূল কংগ্রেস সন্ত্রাস বা হিংসায় বিশ্বাসী নয়। তাই, যে দিন প্রার্থী ঘোষণা হয়েছিল, সেদিনই আমাদের তরফ থেকে স্পষ্টভাবে বলা হয়েছিল, শান্তিপূর্ণভাবে নির্বাচন করতে হবে।
তিনি তাঁর বক্তব্যে আরও বলেন, ‘‘কিন্তু বিজেপির গুন্ডাবাহিনী আজ শুভেন্দু অধিকারীর নির্দেশে আমাদের পার্টি অফিস দখল করতে আসে। আমরা নন্দীগ্রামে ৫০০ জনের কিউআরটি টিম তৈরি করছি। যদি কোনও জায়গায় বিজেপির গুন্ডাবাহিনী দ্বারা হামলা হয়, তাহলে সেখানে আমাদের এই টিম ১৫ মিনিটের মধ্যে পৌঁছবে। আগামী দিনে এই বিজেপিকে নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক উপায়ে এমন শিক্ষা দিন, যাতে এই গুন্ডাবাহিনী কোনও দলীয় কার্যালয়ের উপর চোখ তুলে তাকাতে না পারে