Select Language

[gtranslate]
৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ বুধবার ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

লোকনাথ উৎসবে খাজাঞ্চী সাহিত্য পত্রিকা প্রকাশ ও সাহিত্যবাসর।

নববর্ষের সকালে পূর্ব মেদিনীপুর জেলার খেজুরীর কৃষ্ণনগর গ্রামে শ্রী শ্রী লোকনাথ উৎসবে খাজাঞ্চী সাহিত্য পত্রিকার তৃতীয় বর্ষের প্রথম সংখ্যা প্রকাশ ও সান্ধ্যকালীন সাহিত্যবাসর অনুষ্ঠান হয়৷ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রাক্তন শিক্ষক ধীরেন্দ্রনাথ মাইতি৷ খাজাঞ্চী পত্রিকার প্রিন্টেড সংখ্যা প্রকাশ করেন শিক্ষক ও কবি বৃন্দাবন দাস অধিকারী এবং অনলাইন সংখ্যা প্রকাশ করেন সমাজসেবী ও কবি বিমানকুমার নায়ক ৷

উপস্থিত ছিলেন খাজাঞ্চীর যুগ্ম সম্পাদক সমরেশ সুবোধ পড়িয়া, মহামায়া গোল, প্রদীপ কুমার শাসমল, বিভাস জানা, শ্যামাপদ জানা, উৎপল জানা, ধীমান মাইতি, গৌরীশংকর জানা, জ্যোতির্ময় মান্না ও সরোজরঞ্জন মাইতি প্রমুখ ব্যক্তিবর্গ৷ অতিথিগণের বক্তব্যে, স্বরচিত কবিতায় মুখরিত হয় অনুষ্ঠান ৷ খাজাঞ্চীর অন্য যুগ্ম সম্পাদক সুদর্শন সেন সবাইকে শুভেচ্ছা বার্তা প্রেরণ করেন৷ সঞ্চালনায় ছিলেন বিভাস জানা, গুরুপদ মাইতি৷ অনুষ্ঠানের সাফল্যে সম্পাদক সমরেশ সুবোধ পড়িয়া এবং সভাপতি ধীরেন্দ্রনাথ মাইতি সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন৷

ekhansangbad
Author: ekhansangbad

Related News

Also Read