সাইকেল চোর হাতেনাতে ধরে পড়লো পূর্ব মেদিনীপুর জেলার এগরা -২ ব্লকের বালিঘাই বাজারে । সোমবার দুপুরে এগরা ২ ব্লকের মঞ্জুশ্রী গ্রাম পঞ্চায়েতের বালিঘাই বাজারে এক যুবক সাইকেল চুরি করছিল। সেই সময় স্থানীয়রা হাতেনাতে ধরে ফেলে ওই যুবককে। বেঁধে বসিয়ে রাখার পরে চলে গণধোলাই।
খবর পেয়ে এগরা থানার পুলিশ ঘটনা স্থলে এসে অভিযুক্ত যুবককে গ্রেফতার করে নিয়ে যা। জানা গেছে ওই যুবক এগরা -২ ব্লকের এরেন্দা গ্রামের বাসিন্দা,কাশেম সাহা। এই ঘটনায় বালিঘাই বাজারের চাঞ্চল সৃষ্টি হয়েছে।
Author: ekhansangbad
Post Views: ১৫৭