পূর্ব মেদিনীপুর জেলার তমলুক লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী দেবাংশু ভট্টাচার্যের সমর্থনে নির্বাচনী কমিটির বৈঠক হলদিয়ার একটি বেসরকারি হোটেলে অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা প্রাক্তন সাংসদ অভিষেক ব্যানার্জি।
তমলুক লোকসভা কেন্দ্রের নির্বাচনী কমিটির চেয়ারম্যান ডঃ সৌমেন কুমার মহাপাত্র জানিয়েছেন, জেলার প্রায় ১৫০ জন নেতৃত্বকে নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় বৈঠক করবেন । বৈঠকে গত বিধানসভা নির্বাচনে তৃণমূলের হেরে যাওয়া ৩টি বিধানসভাকে কেন্দ্র নন্দীগ্রাম , হলদিয়া ও ময়নার ওপর বাড়তি গুরুত্ব দেওয়া হবে।
অভিমান করে বসে থাকা পুরানো নেতা কর্মীদের সঙ্গে নিয়ে ব্লক ও অঞ্চল স্তরে দায়িত্ব বন্টন করা হবে । তৃণমূল কংগ্রেস সূত্রে খবর, অভিষেক ব্যানার্জি কলকাতা থেকে হেলিকপ্টারে করে আসেন
Author: ekhansangbad
Post Views: ১১৩