Select Language

[gtranslate]
৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ বুধবার ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

নিমতৌড়ী বাজারে জনসংযোগ করলেন নারায়ণ চন্দ্র নায়ক।

আসন্ন অষ্টাদশ লোকসভা নির্বাচনে তমলুক লোকসভায় এসইউসিআই দলের প্রার্থী নারায়ণ চন্দ্র নায়ক আজ বিকালে জেলা শহর নিমতৌড়ী বাজারে পথ পরিক্রমা করে জনসংযোগ সংগঠিত করলেন। এই প্রচার কর্মসূচিতে উপস্থিত ছিলেন এস ইউ সি আই দলের পূর্ব মেদিনীপুর উত্তর সাংগঠনিক জেলা কমিটির সদস্য বাসুদেব দাস, অনুপ মাইতি প্রমূখ। ওই কর্মসূচির পূর্বে নিমতৌড়ী বাজার সংলগ্ন এক বেসরকারি সভাঘরে এক কর্মীসভা অনুষ্ঠিত হয়। সভায় দলের মুল বক্তব্য রাখেন দলের পলিটব্যুরো সদস্য সৌমেন বসু। এছাড়াও বক্তব্য রাখেন প্রার্থী নারায়ণ চন্দ্র নায়ক।
সৌমেন বসু তার বক্তব্যে দেশের রাজনৈতিক-অর্থনৈতিক-সামাজিক পরিস্থিতি তুলে ধরে বলেন,কেন্দ্র ও রাজ্য সরকারের বর্তমান ও পূর্বের ক্ষমতাসীন দলগুলির শ্লোগান-বক্তব্য ও পতাকার রঙ আলাদা হলেও আসলে কংগ্রেস,বিজেপি,তৃনমূল,সিপিএম সহ ওই সমস্ত দলগুলিই বড়লোকের স্বার্থরক্ষাকারী দল। অন্যদিকে আমাদের দল গরীব-মেহনতী-শ্রমজীবি মানুষের বাঁচার বিভিন্ন দাবী সহ জেলার সামগ্রিক উন্নয়নের দাবীতে লাগাতর দীর্ঘস্থায়ী আন্দোলন চালাচ্ছে।
উনি ওই আন্দোলনের কন্ঠস্বরকে লোকসভার অভ্যন্তরে পৌঁছে দিতে দলের নেতৃত্বে গড়ে ওঠা আন্দোলনের পরিক্ষিত সৈনিক নারায়ণ চন্দ্র নায়ককে ভোট দিয়ে জয়ী করার আহ্বান জানান।
কেন্দ্র ও রাজ্য সরকারের নানান জনবিরোধী নীতির বিরুদ্ধে এবং মূল্যবৃদ্ধি-বিদ্যুৎ নীতি-দুর্নীতির প্রতিবাদে ও পান-ফুল চাষের উন্নয়ন,এলাকার জলনিকাশী সহ সমস্ত নিকাশী খাল সংস্কারের দাবিতে তমলুক লোকসভা কেন্দ্রে জুড়ে প্রার্থী নারায়ণ বাবু প্রচার চালাচ্ছেন।

ekhansangbad
Author: ekhansangbad

Related News

Also Read