সোমবার বিকেলে কোলাঘাট থানার বরদাবাড় বাজার সংলগ্ন স্থানে তপতী মান্না (৫২) নামে এক মাঝবয়সী বিধবা মহিলা খুন হয়েছেন। খুনীরা ওই সময় ভদ্রমহিলাকে একা পেয়ে গলায় গামছা বেঁধে শ্বাসরুদ্ধ করে মাথায় ভারী কিছু দিয়ে আঘাত করে খুন করে আলমারি ভেঙে সোনা, টাকা-পয়সা নিয়ে চম্পট দেয় বলে জানা গেছে। রাত্রি পৌনে আটটা নাগাত বিষয়টি জানাজানি হতে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে আসে এবং মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
নাগরিক সুরক্ষা কমিটির মুখপাত্র নারায়ণ চন্দ্র নায়ক অভিযোগ করেন, গত ২০২৩ সালের নভেম্বর মাসে বরদাবাড় থেকে জিঞাদা বাজারের মধ্যবর্তী স্থান দেউলবাড়ে স্বর্ণ ব্যবসায়ী সমীর পড়িয়া খুনে পুলিশ দুজনকে গ্রেপ্তার করলেও বাকীরা এখনো অধরা। এলাকার নাগরিকেরা আন্দোলনের বিভিন্ন কর্মসূচীর মাধ্যমে দাবী করলেও আজও বাসস্ট্যান্ড সংলগ্ন স্থানে সিসি ক্যামেরা লাগানো হয় নি। শুধু তাই নয়, পুলিশের নজরদারীও তথৈবচ। তারপর গতকালের এই ঘটনা! দিনদুপুরে খুন হলেন তপতী মান্না। বর্তমানে মুম্বাই রোডের কোলাঘাট থেকে পাঁশকুড়া পর্যন্ত এলাকা অপরাধজগতের লোকজনদের কবলে বলে অভিযোগ। ফলস্বরূপ এলাকায় খুন-চুরি-ছিনতাইয়ের ঘটনা নিত্যনৈমত্তিক হয়ে দাঁড়িয়েছে।