পূর্ব মেদিনীপুর জেলার এগরা ২ ব্লকের এরেন্দাতে মহিলা ভলিবল প্রশিক্ষণ শিবির উদ্বোধন হলো।
এরেন্দা নিরঞ্জন ক্লাব ও পাঠাগারের উদ্যোগে ৫১ তম বর্ষে প্রথম মহিলা ভলিবল প্রশিক্ষণ শিবিরের শুভ সূচনা হলো। শুভ সূচনা করলেন নীলরতন মেডিকেল কলেজ এন্ড হাসপাতালের অধ্যাপক ডাঃ অমর মিশ্র।উপস্থিত ছিলেন গোলাগড় শ্রীরামকৃষ্ণ চারিটেলি ট্রাস্ট এর শ্রদ্ধামায়ানন্দজী পুরি মহারাজ, ক্রীড়া প্রেমী নির্মলেন্দু নন্দ, সংগঠনের সভাপতি দেবব্রত নন্দ, সম্পাদক উত্তম নায়ক, চন্দন খাঁড়া,প্রবাল সিংহ প্রমূখ।
Author: ekhansangbad
Post Views: ৮০