নির্বাচনের আগে ফের উতপ্ত হয়ে উঠলো নন্দীগ্রাম । অভিযোগ মঙ্গলবার রাতের অন্ধকারে বিজেপির পার্টি অফিসে আগুন লাগিয়ে দিয়েছে তৃনমূল আশ্রিত দুষ্কৃতীরা। যদিও তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস।
গতকাল রাতে নন্দীগ্রাম ১ নম্বর ব্লকের সোনাচূড়া গ্রাম পঞ্চায়েত এলাকার সাউদখালী ২৭০ নম্বর বুথে বিজেপির পার্টি অফিসে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ তুলল বিজেপি।
বিজেপির অভিযোগ, সাউদখালী ২৭০ নম্বর বুথে তাদের একটি দলীয় কার্যালয় ছিল। সেই দলীয় কার্যালয়ে গতকাল রাতে আগুন লাগিয়ে দেওয়া হয়। পুড়ে ছাই হয়ে গেছে বিজেপির দলীয় কার্যালয়টি। বিজেপির দাবি তৃণমূল কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীরা সন্ত্রাস করতে তাদের দলীয় কার্যালয়ে আগুন লাগিয়ে দিয়েছে।
অপরদিকে বিজেপির তোলা তাদের দলীয় কার্যালয়ে আগুন লাগিয়ে দেওয়ার ঘটনার সাথে তৃনমূল জড়িত থাকার অভিযোগ সম্পূর্ণ মিথ্যা বলে দাবি করেছে তৃণমূল কংগ্রেস।
তৃণমূল কংগ্রেসের দাবি বিজেপির আদি এবং নব্য দন্দ্ব ক্রমশ প্রকট হচ্ছে। আদি এবং নব্য বিজেপির দ্বন্দ্বের ফলে ওই পার্টি অফিসে নিজেরাই আগুন লাগিয়েছে।তৃণমূলের উপর দোষ চাপাচ্ছে।