পূর্ব মেদিনীপুর জেলার এগরা-২ এর ঐতিহ্যবাহী পানিপারুল মুক্তেশ্বর হাই স্কুলে “বিদ্যালয় শিক্ষায় ছাত্র ছাত্রীদের নীতি শিক্ষা”র প্রয়োজনীয়তা শীর্ষক আলোচনা ও ভাটনগর জয়ী কৃতি প্রাক্তন ছাত্র অনিন্দ্য দাসকে সম্বর্ধনা জ্ঞাপন অনুষ্ঠান হয় মঙ্গলবার। দীপ জ্বেলে শিক্ষা সেমিনার ও সম্বর্ধনা জ্ঞাপন অনুষ্ঠানের সূচনা করেন বিবেকানন্দের পৈতৃক আবাস, সিমলা এর অধ্যক্ষ স্বামী জ্ঞানলোকানন্দ জী। ছিলেন দেশের বিজ্ঞানে বিশেষ অবদানের জন্য সম্প্রতি ভাটনগর জয়ী বিজ্ঞানী বিদ্যালয়ের প্রাক্তণী অনিন্দ্য দাস, বিদ্যালয়ের প্রাক্তন সহকারী প্রধান শিক্ষক অর্ধেন্দু দাশ, দক্ষিণচক হাই স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক স্বপন কুমার পাহাড়ি,সহকারী প্রধান শিক্ষক রতন কুমার মন্ডল, রজত বেরা, শ্যামশংকর পন্ডা সহ শিক্ষক শিক্ষিকা।
স্বাগত ভাষণে বিদ্যালয় ও ছাত্র ছাত্রীদের স্বার্থে এমন আয়োজনের লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরেন সভার সভাপতি বিদ্যালয়ের প্রধান শিক্ষক তথা বিধায়ক তরুণ কুমার মাইতি।
অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রাক্তনী অনিন্দ্য দাসকে মানপত্র, স্মারক ও উপহার সামগ্রী দিয়ে বিদ্যালয় ও বিদ্যালয়ের প্রাক্তনীদের পক্ষে সম্বর্ধনা জ্ঞাপন করা হয়। তিনিও তার ৯ম ও ১০ম শ্রেণীর স্কুল জীবনের স্মৃতিচারণ করে উপস্থিত ছাত্র-ছাত্রীদের সমৃদ্ধ করেন।