Select Language

[gtranslate]
৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ বুধবার ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

বনমালীচট্টা হাইস্কুলের ৭৮তম প্রতিষ্ঠা দিবস উদযাপন।

বিদ্যালয়ের প্রতিষ্ঠা দিবস হলো পারস্পরিক কুশল বিনিময় ও স্কুলের গর্বের ইতিহাস নিয়ে স্মৃতিচারণ করার দিন। বুধবার সকালে কাঁথি ৩ ব্লকের স্বনামধন্য বনমালীচট্টা হাইস্কুলের ৭৮তম প্রতিষ্ঠা দিবস উদ্‌যাপিত হলো যথাযোগ্য মর্যাদায়। এই উপলক্ষ্যে এদিন স্কুলে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়। ছিল ছোটখাটো সাংস্কৃতিক অনুষ্ঠানও। জাতীয় পতাকা, স্কুলের পতাকা উত্তোলন ও জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে শুরু হয় এদিনের অনুষ্ঠান। এরপর স্কুলের প্রতিষ্ঠাতা দানবীর সতীশ চন্দ্র জানা, প্রানপুরুষ আচার্য পীতাম্বর দাস ও স্বামীজীর মূর্তিতে পুষ্পার্ঘ্য প্রদান করেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক গৌতম কর, পরিচালন সমিতির সভাপতি শুকদেব জানা, সুখেন্দু বারিক, অশোক প্রধান সহ অন্যান্য শিক্ষকরা।

উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করে স্কুলেরই দুই ছাত্র বিশ্বজিৎ ও দেবশঙ্কর। স্কুলের সংক্ষিপ্ত ইতিহাস তুলে ধরেন শুকদেব বাবু। এদিনের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্কুলেরই প্রাক্তন ছাত্র তথা বর্তমানে কলকাতার ইঞ্জিনিয়ারিং ও ম্যানেজমেন্ট বিশ্ববিদ্যালয়ের বিভাগীয় প্রধান প্রফেসর কার্তিক সাউ। স্বভাবসিদ্ধ সুললিত বাচনভঙ্গিতে তিনি বিদ্যালয়ের অতীত ও বর্তমান গৌরবের কথা বলে বর্তমান ছাত্রদের অনুপ্রাণিত করেন। উপস্থিত ছাত্রদের করতালিতে মুখরিত হয়ে ওঠে বিদ্যালয় প্রাঙ্গণ। উপস্থিত ছিলেন সুমন দাস, পরিতোষ বেরা, কৌস্তভ ত্রিপাঠী, ব্রীজেশ দাস, মানিক বারুই সহ অন্যান্য শিক্ষক শিক্ষাকর্মী ও প্রাক্তনীরা। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিদ্যালয়ের শিক্ষক অজয় কুমার গিরি।

ekhansangbad
Author: ekhansangbad

Related News

Also Read