শাসক দল তৃনমূলকে রুখতে এবার তমলুকের বিজেপি প্রার্থী প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের দাওয়াই ” প্রহার”। দলীয় কর্মীদের বিজেপি প্রার্থীর পরামর্শ ” তৃণমূলের দৌরাত্মপনা প্রতিরোধ করার জন্যে উত্তম মধ্যম দেন,তাহলে তাতে কোনো দোষ হবেনা,এটা আইনসিদ্ধ “। প্রাক্তন বিচারক হয়েও মানুষকে আইন হাতে তুলে নেবার পরামর্শ দিচ্ছেন অভিজিৎ গাঙ্গুলী।তাঁর বক্তব্য সামনে আসার পরেই বিভিন্ন মহল থেকে নিন্দার ঝড় বইতে শুরু করেছে।
বুধবার নন্দীগ্রামে একটি ধর্মীয় অনুষ্ঠানে যোগ দিতে এসেছিলেন তমলুক লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অভিজিৎ গাঙ্গুলী। সেই সভামঞ্চে তিনি বলেন তৃণমূলের দৌরাত্মপনা প্রতিরোধ করার জন্যে মানুষ জেগে উঠেছে,মানুষের আত্মরক্ষার অধিকার আছে,এবং সেই আত্মরক্ষার প্রতিকার করতে গিয়ে মানুষ যদি আপনাদের উত্তম মধ্যম দেন,তাহলে তাতে কোনো দোষ হবেনা,এটা আইনসিদ্ধ, ইন্ডিয়ান পেনালকোডে বলেছে রাইট টু প্রাইভেট ডিফেন্স,রুখে দাঁড়ান, দুর্বৃত্তদের শায়েস্তা করুন।
এ বিষয়ে প্রাক্তন বিচারপতি কটাক্ষ করে তৃণমূল প্রার্থী দেবংস ভট্টাচার্য বলেন যিনি প্রাক্তন বিচারপতি ছিলেন সেই ব্যক্তি আজ আইন নিজের হাতে তুলে নেওয়ার কথা বলছে। প্রাক্তন বিচারপতি হিংসার দিকে যাচ্ছেন।