Select Language

[gtranslate]
৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ বুধবার ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

উত্তর কানপুর মিলনী সংঘ ও গ্রামীণ পাঠাগারের উদ্যোগে শ্রী শ্রী বাসন্তী ও শীতলা মাতার পূজার্চনা।

পূর্ব মেদিনীপুর জেলার রামনগর বিধানসভার রামনগর -২ ব্লকের দেপাল পঞ্চায়েতের উত্তর কানপুরে উত্তর কানপুর মিলনী সংঘ ও গ্রামীণ পাঠাগারের সার্বজনীন শ্রী শ্রী বাসন্তী ও শীতলা মাতার পূজা অর্চনা ও হরিনাম সংকীর্তন অন্ন মহোৎসব এর আয়োজন। এই পূজা অর্চনা গৌরবময় সুবর্ণ জয়ন্তী পালিত হল, উত্তর কানপুর মিলনী সংঘ ও গ্রামীণ পাঠাগারের আয়োজনে। এই পূজা অর্চনার মহা নবমীতে উপস্থিত রামনগর বিধানসভার বিশিষ্ট সমাজসেবী তৎসহ রামনগর -১ পঞ্চায়েত সমিতির সদস্য দীপক সার সহ অন্যান্য নেতৃত্ববৃন্দ ও জ্ঞানীগুণী ব্যক্তিগণ। এছাড়াও উপস্থিত ছিলেন উত্তর কানপুর মিলনী সংঘ ও গ্রামীণ পাঠাগারের পূজা কমিটির সভাপতি গৌরাঙ্গ মাইতি এবং সম্পাদক উত্তম মাইতি সহ সমস্ত সদস্য বৃন্দ সহ এলাকাবাসী।



এই সংস্থার সূত্রে জানা যায় ১৪ ই এপ্রিল রবিবার ক্লাবের পতাকা উত্তোলনের সাথে পূজা অর্চনার শুভ সূচনা হয়, সোমবার বসে আঁকো প্রতিযোগিতা এবং বিভিন্ন ধরনের খেলার প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল, মঙ্গলবার সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়, বুধবার নবমী উপলক্ষে প্রসাদ বিতরণ ও বাউল গানের আয়োজন করা হয়েছিল। বৃহস্পতিবার দ্বাদশ প্রহর হরিনাম যজ্ঞের ঘটো উত্তোলন ও শুভ সূচনা, শুক্রবার নাম সংকীর্তন এবং শনিবার বিশাল মাপের অন্ন মহোৎসব এর আয়োজন, রবিবার বিচিত্রা অনুষ্ঠানের সাথে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা।

এই সংস্থা প্রত্যেক বছরের ন্যায় এ বছরও আট দিনের অনুষ্ঠান সূচিতে রেখেছে সাধারণ মানুষের কথা মাথায় রেখে, এই সংস্থা পূজা অর্চনার সাথে সাথে বিভিন্ন সমাজসেবা মূলক কাজে সারা বছর যুক্ত থাকে।

এই পূজা অর্চনায় উপস্থিত হয়ে রামনগর বিধানসভার বিশিষ্ট সমাজসেবী তৎসহ রামনগর -১ পঞ্চায়েত সমিতির সদস্য দীপক সার এই সংস্থার শিবিরুদ্ধি কামনা করেন। পাশাপাশি সংস্থার পাশে থাকার আশ্বাস দেন।

ekhansangbad
Author: ekhansangbad

Related News

Also Read