Select Language

[gtranslate]
৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ বুধবার ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

‘ভারত গ্যাস’এর প্রায় ১০হাজার খালি এলপিজি সিলিন্ডার আটকে রাখার অভিযোগ উঠলো ট্রান্সপোর্ট সংস্থার বিরুদ্ধে

তিন কোটি টাকার গ্যাস সিলিন্ডার আটকে রাখার অভিযোগ উঠলো এক ট্রান্সপোর্ট সংস্থার বিরুদ্ধে। পূর্ব মেদিনীপুর জেলার তমলুকের নিমতৈড়ির এই ট্রান্সপোর্ট সংস্থার বিরুদ্ধে ‘ভারত গ্যাস’এর প্রায় ১০হাজার খালি এলপিজি সিলিন্ডার আটকে রাখার অভিযোগ।

অভিযুক্ত ট্রান্সপোর্ট সংস্থার বিরুদ্ধে ইতিমধ্যেই হলদিয়ার ভবানীপুর থানায় প্রতারণা ও চুক্তিভঙ্গের অভিযোগ দায়ের করেছে বিপিসিএল কর্তৃপক্ষ। পুলিস সূত্রে জানা গিয়েছে, বিপিসিএল কর্তৃপক্ষ টেন্ডার ডেকে নিমতৌড়ির একটি ট্রান্সপোর্ট সংস্থাকে ২০১৮ সালের ২৩ আগস্ট রান্নার গ্যাস সিলিন্ডার সরবরাহের জন্য নিয়োগ করেছিল।

বিপিসিএল পুলিসের কাছে অভিযোগ করেছে, টেন্ডার পাওয়া ট্রান্সপোর্ট সংস্থার কাছে তাদের প্রায় ৩.১২ কোটি টাকার ফাঁকা সিলিন্ডার আটকে রয়েছে। বিশাল পরিমাণ গ্যাস সিলিন্ডার আটকে থাকা গ্যাস সরবরাহ করতে গিয়ে সংস্থা সমস্যায় পড়েছে। এরফলে সরকারি সংস্থা বড়সড় ক্ষতির মুখে পড়েছে বলে দাবি করেছে।


জানা গিয়েছে, ট্রান্সপোর্ট সংস্থার কাজ ছিল, হলদিয়ার বটলিং প্ল্যান্টে এলপিজি ফিলিংয়ের পর ভর্তি সিলিন্ডার ডিস্ট্রিবিউটারদের কাছে পৌঁছে দেওয়া। আবার ডিস্ট্রিবিউটারদের কাছ থেকে খালি সিলিন্ডারগুলি নিয়ে হলদিয়ার বটলিং প্ল্যান্টে ফেরত আনা। এজন্য ওই সংস্থাকে ট্রান্সপোর্টেশান চার্জ দিত বিপিসিএল।

ekhansangbad
Author: ekhansangbad

Related News

Also Read