বকেয়া পিএফের দাবিতে শুক্রবার সকাল থেকে পূর্ব মেদিনীপুর জেলার শিল্প শহর হলদিয়ায় চলছে শ্রমিকদের বিক্ষোভ।
জানা গেছে হলদিয়ার ইন্দোরামা ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড কারখনায় শুক্রবার সকাল থেকে বকেয়া পিএফের দাবিতে অবস্থান বিক্ষোভ করছেন একটি ঠিকাদার সংস্থার শ্রমিকরা। অভিযোগ, ওই ঠিকাদার সংস্থা ১৮ মাসের বকেয়া টাকা মেটায়নি শ্রমিকদের। ইন্দেরামা কারখানায় ওই ঠিকাদার সংস্থার অধীনে ২৩ জন ঠিকা শ্রমিক রয়েছেন। তাঁরা লোডার অপারেটর ও হেল্পারের কাজ করেন। এদিন সকাল থেকে তাঁরা কর্মবিরতি পালন করছেন।
প্রসঙ্গত ইন্দেরামা কারখানা পূর্বতন টাটা কেমিকেল, বর্তমানে সার কারখানা, ইউরিয়া উৎপাদন করে।
ঠিকাদার সংস্থার শ্রমিকরা অভিযোগ অভিযোগ করেছে ঠিকাদার সংস্থা তাদের ১৮ মাসের বকেয়া টাকা মেটায়নি । শ্রমিকদের গত ৬ মাস ধরে আশ্বাস দেওয়ার পরও টাকা মেটাচ্ছে না ঠিকাদার সংস্থা।
Author: ekhansangbad
Post Views: ৮৩