পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রাম এক ব্লকের সোনাচূড়া ও মোহাম্মদপুরে সিপিআইএম ও বিজেপি ছেড়ে প্রায় ৫০ জন তৃণমূলে যোগদান করলেন। এলাকায় এই ঘটনাকে ঘিরে রাজনৈতিক চাপানউতোর সৃষ্টি হয়েছে । বৃহস্পতিবার দুপুরে তৃণমূলের কর্মী সভায় এই যোগদান কর্মসূচি হয়। যোগদানকারীদের হাতে তৃণমূলের পতাকা তুলে দিয়ে দলে স্বাগত জানালেন পূর্ব মেদিনীপুর জেলা পর্যবেক্ষক রাজীব ব্যানার্জি।
উপস্থিত ছিলেন তমলুক সাংগঠনিক জেলা সভাপতি অসিত ব্যানার্জি, চেয়ারম্যান চিত্তরঞ্জন মাইতি, জেলা নেতৃত্ব শেখ সুফিয়ান, জেলা যুব তৃণমূলের সভাপতি আসগর আলী, ব্লক তৃণমূলের সভাপতি বাপ্পাদিত্য গর্গ,নন্দিনী কোলে প্রমুখ। যারা যোগদান করলেন তারা জানিয়েছেন এলাকার উন্নয়নের স্বার্থে উন্নয়নের কর্মযজ্ঞের শরিক হওয়ার জন্য এই যোগদান। অপরদিকে স্থানীয় বিজেপি নেতৃত্ব জানিয়েছেন এতে দলের কোন ক্ষতি হবে না। যারা যোগদান করলেন তোরা আগে থেকেই বিজেপি দলের সঙ্গে দূরত্ব বাড়িয়েছিল। সেই কারণে দলের কোন ক্ষতি হবে না।