পূর্ব মেদিনীপুর জেলার শিল্প শহর হলদিয়ায় শুক্রবার রাতে বিধ্বংসী আগ্নীকান্ডের ঘটনা ঘটে । এর জেরে ভস্মীভূত হয়েছে হলদিয়ার দুর্গাচক সুপার মার্কেট লাগোয়া ফুটপাতের ১০-১১টি দোকান। স্থানীয় দোকানদাররা ঝাঁপিয়ে পড়ে উদ্ধার কাজ চালায়। উদ্ধারের সময় একজন জখম হন বলে জানা গেছে।
প্রাথমিক ভাবে জানা গেছে ধূপের ফুলকি ওই আগুনের উৎস । ধূপের ফুলকি থেকে একটি খাবার দোকানের গ্যাস সিলিন্ডারে প্রথমে আগুন লাগে। পর পর দুটি গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয় এবং মুহূর্তে আগুন ছড়িয়ে পড়ে। কয়েক লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন দোকানদাররা।
এক ফুল ব্যবসায়ীর তিন লক্ষাধিক টাকার সামগ্রী পুড়ে ছাই হয়ে গিয়েছে। ফুটপাতের ওই দোকানদাররা কার্যত নিঃস্ব হয়ে গিয়েছেন বলে জানান। তাঁরা এদিন প্রশাসনের কাছে সহযোগিতার আর্জি জানিয়েছেন।
তবে নির্বাচনী বিধি লাগু থাকায় প্রশাসনিক সহযোগিতার সমস্যার রয়েছে বলে জানিয়েছে মহকুমা প্রশাসন।
ফুটপাতের দোকানগুলি অনুমোদনহীন হওয়ায় সহযোগিতার ক্ষেত্রে সমস্যা রয়েছে বলেও শোনা যাচ্ছে। ওইদিন রাত সাড়ে ১০টা নাগাদ আগুন লাগার পরে পুলিসের সহযোগিতায় দমকল বিভাগ সহ বিভিন্ন শিল্প সংস্থার চারটি ইঞ্জিন আড়াই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।