শিশু শিক্ষা কেন্দ্রের প্রধান শিক্ষিকার নামে ১০০ দিনের কাজের টাকা ব্যাংক একাউন্টে ঢোকা নিয়ে শোরগোল পড়েছে এগরা দুই ব্লকের মঞ্জুশ্রী গ্রাম পঞ্চায়েত এলাকার বিষরপুর গ্রামে। অভিযোগ বিষরপুর ক্ষুদিরাম শিশু শিক্ষা কেন্দ্রের প্রধান শিক্ষিকা মিনতি সেনের একাউন্টে ২০২১ সাল থেকে ১০০ দিনের কাজের টাকা ঢুকছে বলে বিরোধীদের অভিযোগ।
এই অভিযোগকে ঘিরে এলাকায় শুরু হয়েছে জোর জল্পনা।মিনতি সেন জানিয়েছেন শিশু শিক্ষা কেন্দ্রের যেটুকু বেতন পাওয়া যায় তাতে সংসার চলে না। বাধ্য হয়ে ছুটির দিনে ১০০ দিনের কাজ করতে হয়। এর মধ্যে কোন রাজনৈতিক রঙের কোন ব্যাপার নেই। তিনি দাবি করেন কাজ করেছি তার টাকা পেয়েছি। এতে কোন দোষ বা অপরাধের কিছু নেই এবং এখানে কোন দুর্নীতি নেই। বিজেপি নেতৃত্ব অমলেশ পাহাড়ি এই ঘটনাকে কটাক্ষ করতে ছাড়েননি। তিনি বলেন তৃণমূল দল এবং রাজ্য সরকার দুর্নীতিতে ডুবে আছে। এটি তার একটি ফসল।