Select Language

[gtranslate]
২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ রবিবার ৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

খেজুরদা বিবেকানন্দ পাঠচক্রের উদ্যোগে ‘রক্তদান শিবির’।

সারা রাজ্যজুড়ে তাপপ্রবাহের সতর্কতা জারি হয়েছে। তাই তীব্র গরমে জেলার ব্লাডব্যাংক গুলোতে রক্তেত ঘাটতি দেখা যাচ্ছে। সেইজন্য রক্তের সংকট মেটাতে রক্তদান শিবিরের আয়োজন করা হয়। পূর্ব মেদিনীপুর জেলার এগরা ২ ব্লকের মঞ্জুশ্রী গ্রাম পঞ্চায়েতের খেজুরদা বিবেকানন্দ পাঠচক্রের উদ্যোগে দোঁবাধি বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় আয়োজিত হয় ‘রক্তদান শিবির’। এদিন এই শিবিরে ১৫ জন মহিলা-সহ মোট পঞ্চাশ জন রক্তদান করেন। এগরা সুপার স্পেশালিটি হাসপাতালের ব্লাডব্যাংক রক্ত সংগ্রহ করে। এদিন রক্তদাতাদের গ্লুকোজ মেশানো জল দেওয়া হচ্ছে শিবিরে। পাশাপাশি সবুজ বাঁচাতে রক্তদাতাদের একটি করে চারাগাছও উপহার দেওয়া হয়। আয়োজক সংস্থার তরফে জানানো হয়েছে, তীব্র গরমে মানুষেরা নাজেহাল অবস্থা হচ্ছে এটা ঠিক।

তবে থ্যালাসেমিয়া-সহ মুমূর্ষু রোগীর প্রাণ বাঁচাতে সাধারণ মানুষেরা স্ব-ইচ্ছায় এখানে এসে রক্ত দিচ্ছেন। এটাই আমাদের কাছে সবচেয়ে খুবই গুরুত্বপূর্ণ। উপস্থিত ছিলেন রক্তদান আন্দোলনের পথিকৃৎ দেবাশিষ ত্রিপাঠী, বিশিষ্ট সমাজসেবী গোরাচাঁদ মিদ্দা, দক্ষিণচক হাইস্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সুশান্ত সাউ, বেতা মডেল একাডেমির সহ-শিক্ষক মাণিক ঘোড়াই, বিশিষ্ট কবি মনতোষ আচার্য, আয়োজক সংস্থার সম্পাদক সুকান্ত লায়া, সভাপতি শক্তিপদ চ্যাটার্জি, বিশিষ্ট সমাজসেবী পুলিন মহাপাত্র প্রমুখ।

ekhansangbad
Author: ekhansangbad

Related News

Also Read