অস্বাভাবিক গরমে মানুষ যখন গৃহবন্দি তখন পূর্ব মেদিনীপুর জেলার ভগবানপুর দুই ব্লকের জুখিয়া গ্রাম পঞ্চায়েত এলাকায় চলছে দেদার মাটি পাচার। প্রশাসনের কোনরকম অনুমতি ছাড়াই সারি সারি ট্রাকটর দিয়ে চলছে অবাধ মাটি পাচার। গ্রাম সড়ক যোজনার রাস্তা খারাপ হচ্ছে এই অভিযোগে মাটি ভর্তি ট্রাক্টর আটকে দিল এলাকার মানুষ।
মাটি কাটলে বা জমি ভরাট করলে জমির চরিত্র বদল হতে পারে। এ জিনিস করতে গেলে প্রশাসনের অনুমতি দরকার। বিশেষ করে ভূমি ও রাজস্ব দফতরের। কিন্তু কোনরকম অনুমতি ছাড়াই ভগবানপুর দুই ব্লকের জুখিয়া গ্রাম পঞ্চায়েত এলাকায় চলছে দেদার মাটি পাচার। বড় বড় অনেকগুলো ট্রাকটরে এই গরমের দুপুরে দিনের পর দিন চলছে দেদার মাটি পাচার। ব্যক্তিগত জমির মাটি যেমন পাচার হচ্ছে তেমনই বহু সরকারি জমির মাটি চুরি করছে মাটি মাফিয়ারা। অভিযোগ এলাকার মানুষের। মা মাটি মানুষের সরকারের স্থানীয় নেতাদের মদতে ও প্রশাসনের কর্তাদের একাংশের উদাসীনতা ও পরোক্ষ মদতে এই পাচার বলে অভিযোগ বিজেপির। পাশাপাশি, গ্রাম সড়ক যোজনার রাস্তা খারাপ হচ্ছে এই অভিযোগে মাটি ভর্তি ট্রাক্টর আটকে দিল এলাকার মানুষ।
যদিও এই নিয়ে প্রশাসনের তরফে বা শাসক দলের তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।