দেশ সফল চন্দ্র অভিযান করেছে। সূর্য অভিযানে পাঠানো হয়েছে আদিত্যকে। আবাসিক পড়ুয়াদের মধ্যে জ্যোতির্বিজ্ঞান ও মহাকাশ নিয়ে আগ্রহের বীজ বপন করতে মঙ্গলবার সন্ধ্যায় টেলিস্কোপে আকাশভরা গ্রহ-উপগ্ৰহ-তারা দেখার কর্মসূচীর আয়োজন করলো কাঁথি ৩ ব্লকের ঐতিহ্যবাহী বনমালীচট্টা হাইস্কুলের হোস্টেল কর্তৃপক্ষ।
এতো কাছে থেকে আকাশকে দেখে বিস্ময় ফুটে উঠল মুগ্ধ আবাসিক ছাত্রদের চোখেমুখে।
বিদ্যালয়ের বিজ্ঞান শিক্ষক তথা হোস্টেল সুপার অজয় কুমার গিরি জানিয়েছেন, হোস্টেলের দুই শতাধিক আবাসিক ছাত্রের জন্য এই কর্মসূচীর আয়োজন করা হয়। ছাত্রদের মধ্যে উৎসাহ, উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো। যেন এই দিনটির জন্য মুখিয়ে ছিল ছাত্ররা। একই দাবি করেছেন দেবব্রত মাইতি, বিশ্বজিৎ পাত্র, নবকুমার দাস, মানিক বারুই প্রমুখ হোস্টেলের শিক্ষক, কেয়ার টেকার ও প্রাক্তন ছাত্ররা। এদিন গ্রহ, উপগ্ৰহ, নক্ষত্র, মহাকাশ সম্পর্কে একটা ধারণাও দেওয়া হয় ছাত্রদের। প্রবল উচ্ছ্বসিত ছাত্ররা জানিয়েছে, এতোদিন বইয়ে পড়েছে। কিন্তু এদিন এতো কাছ থেকে আকাশের গ্রহ তারাকে দেখতে পাবে কখনোই তারা তা ভাবেনি। আকাশ ছুঁয়ে দেখার এরকম বিভিন্ন অভিজ্ঞতা শেয়ার করেছে আবাসিক ছাত্ররা। হোস্টেল কর্তৃপক্ষের এধরনের উদ্যোগের ভূয়সী প্রশংসা করেছেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক গৌতম কর, পরিচালন সমিতির সভাপতি শুকদেব জানা সহ অন্যান্য শিক্ষক ও অভিভাবকরা।