পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি ১ব্লকের হৈপুর গ্রাম পঞ্চায়েতের সাতমাইল হাই স্কুলের অবসরপ্রাপ্ত কেরানি রতন কুমার পাত্রকে একটি চেক বাউন্স দায়ে দোষী সাব্যস্ত করে সাজা ঘোষণা করলো কাঁথি মহকুমা আদালত। এই মামলায় ৩ মাসের জেল সহ ৯ লক্ষ ৮০ হাজার ৫১৫ টাকা জরিমানা করল কাঁথি মহকুমা আদালত।
জরিমানা অনাদায়ে আরও ১ মাসের অতিরিক্ত সাজা। মঙ্গলবার কাঁথির ফাষ্ট জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ঐশ্বর্য্য দেব রায় এই সাজা ঘোষণা করেন। ২০১৭ সালে সাতমাইলের বাসিন্দা হরেকৃষ্ণ সামন্তের থেকে ৬ লক্ষ টাকা ধার নেন রতন পাত্র। পরে সেই টাকা শোধ করার জন্য তিনি যে চেক দিয়েছিলেন তা বাউন্স হয়। প্রতারিত হরেকৃষ্ণ বাবু রতন পাত্রের বিরুদ্ধে কাঁথি আদালতে মামলা করেন। মঙ্গলবার সেই মামলার রায় দিতে গিয়ে এই সাজা ঘোষণা। বিচারক সেই সঙ্গে রতন পাত্রের জামিন খারিজ করেন। হরেকৃষ্ণ সামন্তের আইনজীবি সাধন কুমার দাস জানান, মামলায় সাক্ষ্য গ্রহনের পর দীর্ঘদিন পলাতক রতন পাত্র। শেষ পর্যন্ত পুলিশ তাকে গ্রেপ্তার করে আদালতে হাজির করে এই রায় চেক দিয়ে দিন দিন ক্রমবর্ধমান প্রবনতাকে সংযত করবে।