Select Language

[gtranslate]
২রা কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ শুক্রবার ১৮ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

কেন্দামারি ফেরিঘাটে অনিয়মের প্রতিবাদে সরব হলো যাত্রীরা।

পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রাম ১ ব্লকে কেন্দামারি ফেরিঘাটে অনিয়ম এর প্রতিবাদে সরব হলো যাত্রী সাধারন।অভিযোগ হলদিয়া কেন্দামারি ফেরিঘাটে শেষ ফেরী থাকেনা। যে কারণে হলদিয়ায় কর্মরত ব্যক্তিগণ রাত্রি নটার পর বাড়ি ফেরার ক্ষেত্রে চরম দুর্ভোগের শিকার হয়। এছাড়া ওই ফেরি ঘাটে দালাল রাজ চলছে বলে অভিযোগ। ফেরি ঘাটের অনিয়ম এবং শেষ ফেরি সার্ভিসের চালুর দাবিতে বুধবার সকাল সাতটা থেকে অবস্থান বিক্ষোভ করে স্থানীয় সাধারণ য়াত্রী।অবশেষে দুপুর দুটার সময় নন্দীগ্রাম থানার পুলিশের হস্তক্ষেপে এবং আশ্বাস পেয়ে এই অবস্থান বিক্ষোভ প্রত্যাহার করা হয়। পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।

এদিন পুলিশ প্রশাসন আশ্বাস দিয়েছেন বিষয়টি সমাধানের জন্য চেষ্টা চালানো হবে। অভিযোগ ফেরি সার্ভিসের ঠিকাদার সংস্থা ইচ্ছা করে যাত্রীদের অসুবিধায় ফেলছেন। সরকারি ফেরি না থাকায় ব্যক্তিগত ফেরিতে বাড়ি ফিরতে বেশি টাকা খরচ করতে হয়। অভিযোগ এটি ঠিকাদার সংস্থার একটু গোপন চুক্তির ফলে এই ধরনের ঘটনা ঘটছে।

ekhansangbad
Author: ekhansangbad

Related News

Also Read