Select Language

[gtranslate]
৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ বুধবার ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

ছিলেন বিকাশরঞ্জনের জুনিয়র,এখন গদ্দারের সিনিয়র:মমতা।

” এখানকার বিজেপি প্রার্থী তো একেবারে মহানুভব প্রার্থী। ঈশ্বরের ঠিক পরেই নাকি আবার ঈশ্বরের উপরে? বিচারপতির আসনে বসে বিজেপির সঙ্গে ফোনে কথা বলতেন, নিজেই বলেছেন। বিচারপতি হয়ে সবচেয়ে বেশি চাকরি খেয়েছেন। প্রার্থী হয়ে উনি ভাবছেন, এটাও বিচারালয়।”মহিষাদলের সভা থেকে এভাষাতেই অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে আক্রমন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

মেদিনীপুর লোকসভা কেন্দ্রের তৃনমূল প্রার্থী জুন মালিয়ার সমর্থনে সভা সেরে হেলিকপ্টারে করে তমলুকের তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্যের  হয়ে প্রচারে আসেওন মমতা। বললেন আমি ওর হয়ে ভোট প্রার্থনা করতে এসেছি।সভাতে বিজেপি প্রার্থীকে কার্যত তুলোধোনা করলেন তৃণমূল সুপ্রিমো।

মমতা বললেন, এখানকার বিজেপি প্রার্থী তো একেবারে মহানুভব প্রার্থী। ঈশ্বরের ঠিক পরেই নাকি আবার ঈশ্বরের উপরে?এলহানকার বিজেপি প্রার্থী প্রথম সই করেছিলেন  চাকরি যাওয়ার কাগজে। উনি বিচারকের আসনে বসে বিজেপির সঙ্গে যোগাযোগ রাখতেন।  নিজেই বলেছিলেন যোগাযোগ রাখতেন। তো এঁকে আমি কী বলব, যিনি বিচারকের আসনে বসে বিজেপি করতেন! তাকে বিতাড়িত করে দিন। আর তার নামটাও ঠিক করে দিন।

কার্যত বিজেপি প্রার্থীকে তুলোধোনা করলেন তৃণমূল সুপ্রিমো বলেন প্রার্থী হয়ে উনি ভাবছেন, এটাও বিচারালয়। এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ চাইছেন। আরে আগে দেহত্যাগ করুন, লজ্জা ঢাকুন। কী বলব তাঁকে? আপনারা নাম বলবেন। তাঁকে বিতাড়িত করে দিন। আপনি বিচারব্যবস্থার কলঙ্ক। ছিলেন বিকাশরঞ্জনের জুনিয়র। এখন গদ্দারের সিনিয়র।

অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে চ্যালেঞ্জ করে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় বললেন,আগে দেবাংশুর সঙ্গে লড়ুন, তার পর মমতা বন্দ্যোপাধ্যায়কে গালাগালি করবেন। আমরা এখানে অন্য প্রার্থী দিইনি ইচ্ছে করি। ছাত্র-যুবরা, যাঁদের চাকরি গিয়েছে, তাঁদের সঙ্গে নিয়ে দেবাংশু লড়বে এখানে।

বলেন তোমাকে সহজে ছেড়ে দেবো ?গ্রুপটা কাজ করেছে কাজের বিনিময়ে টাকা পেয়েছে সে টাকা ফেরত দেবে কি করে ?ছাত্রছাত্রীরা পড়াশোনা করে মানুষ তৈরি হবে না গাদ্দার তৈরি হবে ?বাংলার উপর এত রাগ কেন জানেন ,বাংলা কে ওরা সহ্য করতে পারে না ।যেদিন থেকে ক্ষমতায় এসেছে আমাদের অনেক জ্বালাচ্ছে

ekhansangbad
Author: ekhansangbad

Related News

Also Read