বৃহস্পতিবার সকালে আচমকা পূর্ব মেদিনীপুর জেলার ময়না থানার ময়না বাজারে শ্রীহরি বাসনালয় নামের একটি দোকানে হানা দিলো কেন্দ্রীয় জিএসটি টিম । এই ঘটনাকে নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে পুরোএলাকায়।
জানা গেছে এদিন সকালে কেন্দ্রীয় জিএসটি এর একটি প্রতিনিধি দল হানা দেয় ময়নার এই শ্রীহরি বাসনালয় দোকানে। বেশ কয়েকঘন্টা তল্লাশি চালায় ওই টিম। সুত্রের দাবি হানা দিয়ে কেন্দ্রিয় জিএসটি টিমের চোখে অনিয়ম ধরা পড়ে।সেই মোতাবেক কেন্দ্রীয় জিএসটি টিম দোকানের কর্ৃপক্ষকে বেশ কয়েক বছরের ব্যাংক স্টেটমেন্ট চেয়ে চিঠি দিয়েছে।এমনকি দোকানে আসা বিভিন্ন জন খদ্দেরের কাছ থেকে বিভিন্ন হারে জিএসটি বিল নেওয়া হয়েছে কিনা তাও চিঠির মাধ্যমে জানতে চাওয়া হয়েছে।
তবে তদন্তকরি দলের প্রতিনিধিরা সংবাদ মাধ্যমের সামনে কিছুই বলেন নি।।শ্রী হরি বাসানালয় কর্তৃপক্ষ ও এই জিএসটি দলের তদন্তের বিষয়ে কিছুই বলতে চাননি।