ক্ষুব্ধ এলাকাবাসী পথ অবরোধ করে বিক্ষোভ দেখালেন। ঘটনাটি ঘটেছে কাঁথি বেলদা রাজ্য সড়কের এগরা ২ ব্লকের বালিঘাই বাজারে। অভিযোগ এই রাস্তা সম্প্রসারণ কাজ চলছে দীর্ঘদিন ধরে। গাড়ি চলে গেলেই ধুলো ময় হয়ে যাচ্ছে গোটা এলাকা। রাস্তার ধারে থাকা দোকানদারেরা অতিষ্ঠ হয়ে উঠছেন। এদিকে গরম অপরদিকে ধুলো। সব মিলিয়ে অস্বস্তিকর পরিস্থিতি চলছে এলাকা জুড়ে। অভিযোগ রাস্তায় যাতে ধুলো না উড়ে তার জন্য জল দেওয়ার কথা। কিন্তু রাস্তায় জল দিচ্ছে না ঠিকাদার। যার কারণে পর্যাপ্ত পরিমাণ ধুলো উঠছে। তার প্রতিবাদ জানাতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায় এলাকাবাসী। বিক্ষোভের জেরে যানজটের সৃষ্টি হয়। তার জেনে অতিষ্ট হয়ে ওঠে নিত্যযাত্রী। পরে পুলিশের হস্তক্ষেপে এই বিক্ষোভ প্রত্যাহারায়।
Author: ekhansangbad
Post Views: ৯৩