মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে রোহিঙ্গা বলায় এবার তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গাঙ্গুলীকে হিজড়া বললেন রাজ্যের কারাগার মন্ত্রী অখিল গিরি।
বৃহস্পতিবার সন্ধ্যায় তৃণমূল কংগ্রেসের শিক্ষক সংগঠনের সভা থেকে প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলিকে হিজড়া বলে আক্রমণ করলেন কারাগার মন্ত্রী অখিল গিরি।
বিতর্কিত মন্তব্য প্রসঙ্গে সাংবাদিকরা রাজ্যের কারামন্ত্রী অখিল গিরিকে প্রশ্ন করলে তিনি বলেন আমরা কাউকে কটু কথা বলতে চাইনা।কিন্তু বিজেপি নেতারা বিশেষ করে রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গাঙ্গুলীতো বাঁধ মানছেন না। অখিল গিরি বলেন এরা দুই জন প্রতিদিন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃনমূল সুপ্রীমো মমতা বন্দ্যোপাধ্যায়কে কদর্য ভাষায় আক্রমন করছে।
অখিল গিরি বলেন গতকাল তমলুকে অভিজিৎ গাঙ্গুলী বলেছেন মুখ্যমন্ত্রী রোহিঙ্গা।তাই আমার প্রশ্ন অভিজিৎ বাবুকি হিজড়া ?
রাজ্যের কারাগার মন্ত্রী সাফ জানিয়েছেন শুভেন্দু-অভিজিৎরা কর্দয ভাষা প্রয়োগ বন্ধ করলে আমরাও বন্ধ করে দেব।