পূর্ব মেদিনীপুর জেলার রামনগর বিধানসভার রামনগর ২ ব্লকের বাদলপুর অঞ্চল এর কানপড়িহাট বাজারে তৃণমূলের নির্বাচনী প্রচার শুরু হল। কাঁথি লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী তথা পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি ও বিধায়ক উত্তম বারিক এদিন জনগর্জন সভা করলেন। তারপরে ভাগলপুর গ্রাম পঞ্চায়েতের তাজপুর গ্রামে বাসুলি মন্দিরে এলাকাবাসীর মঙ্গল কামনা করে পুজো দেন।এলাকায় পুজো দেওয়ার পরেই জনসংযোগ করেন। তারপর শ্যামপুর বাসুলী মন্দিরে পুজো দিয়ে জনসংযোগ কর্মসূচি করেন। এই জনসংযোগ কর্মসূচিতে তিনি রাজ্য সরকারের প্রকল্প গুলি তুলে ধরেন।পাশাপাশি কেন্দ্রীয় সরকারের জনবিরোধী প্রকল্পগুলি এবং কর্মসূচি গুলি তুলে ধরেন। কেন্দ্রীয় বঞ্চনার কথা ও তিনি তুলে ধরতে ছাড়েননি।
তারপরে চলে যান পালধুই পঞ্চায়েতের বিভিন্ন গ্রামের বাড়ি বাড়ি গিয়ে মানুষের সঙ্গে কথা বলেন।এলাকাবাসীর অসুবিধা সুবিধার কথাগুলি শোনেন। কার থেকে কাছে পেয়ে এলাকাবাসী আপ্লুত বলে জানা গেছে। সঙ্গে উপস্থিত রয়েছেন জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী রিজিয়া বিবি , রামনগর ২ পঞ্চায়েত সমিতির সভাপতি অনুপ গিরি, রামনগর ১ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি নিতাই সার , রামনগর ১ পঞ্চায়েত সমিতির সদস্য দীপক সার, রামনগর ২ পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতি অরুন দাস, সহ তৃণমূল কর্মী সমর্থকবৃন্দ।।