Select Language

[gtranslate]
৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ বুধবার ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

উত্তম বারিকের সমর্থনে বর্ধিত কর্মীসভা কাঁথিতে।

অল বেঙ্গল ইমাম -মুয়াজ্জিন এ্যাসোসিয়েশন এ্যান্ড চ্যারিটেবল ট্রাস্টের কাঁথি শাখার উদ্যোগে শনিবার কাঁথি লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী উত্তম বারিকের সমর্থনে অনিতা লজে বর্ধিত কর্মীসভার  হল। 

উপস্থিত ছিলেন প্রার্থী তথা জেলা সভাধিপতি  উত্তম বারিক,তৃনমূলের কাঁথি সাংগঠনিক জেলা সভাপতি পীযুষ পন্ডা, সংখ্যালঘু সভাপতি সানাউল্লাহ আলী খান, আইনজীবী মঞ্জুর রহমান খান সহ অন্যান্যরা।



সভায় আইনজীবী মঞ্জুর রহমান বলেন বিজেপি দল একটি বিভেদকামী, ধর্মীয় বিভাজন কারি  ভন্ড সংগঠন। ভারতীয় জনগণের গনতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়ার জন্য “আপকি বার ৪০০পার”এর ডাক দিয়েছে,। সংখ্যাগরিষ্ঠ সাংসদ  নিয়ে সংবিধান পরিবর্তন  করার এক ঘৃন্য প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। যা একজন ভারতীয় হিসেবে কোন নাগরিক মেনে নিতে পারে না।

প্রার্থী উত্তম বারিক  বলেন আজ রাষ্টপুঞ্জ বলছে মোদী সরকার দেশের সংবিধান রক্ষা করতে ব্যার্থ হয়েছে।তিনি  ২০১৪ সাল থেকে কেন্দ্রের বিজেপি সরকারের একের পর এক ব্যর্থতা তুলে ধরেন। বিজেপি সরকারের জনবিরোধী নীতি ও রাজ্য সরকারের জনকল্যাণমূলক কর্মসূচি তুলে ধরা হয়।

ekhansangbad
Author: ekhansangbad

Related News

Also Read