পূর্ব মেদিনীপুর জেলা কাঁথিতে শনিবার বিজেপির কাঁথি সাংগঠনিক জেলার মহিলা মোর্চার সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হয়।
একটি বেসরকারী অতিথিশালায় অনুষ্ঠিত সভায় আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে দলীয় সাংগঠনিক বিষয়ে এবং দলীয় আশু গৃহীত পদক্ষেপ ও কর্মসূচী বিষয়ে বৈঠকে সবিস্তারে আলোচনা হয়।
সভায় উপস্থিত ছিলেন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, কাঁথি সাংগঠনিক জেলার সভাপতি ও বিধায়ক অরূপ কুমার দাস, উত্তর কাঁথি বিধানসভার বিধায়ক সুমিতা সিনহা, জেলা মহিলা মোর্চার সভানেত্রী ঘনশ্যামলা দাস সহ অন্যান্য নেতৃবৃন্দ এবং জেলা মহিলা মোর্চার জেলা নেত্রী ও সদস্যাগন।
এই সভায় সিদ্ধান্ত হয় কাঁথি লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সৌমেন্দু অধিকারী কে বিপুল ভোটে জয়যুক্ত করতে হবে। তার জন্য মহিলা কর্মীদের জনসংযোগ বৃদ্ধির মাধ্যমে মানুষের কাছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভাবধারাকে পৌঁছে দেওয়ার আহ্বান জানানো হয়।