পূর্ব মেদিনীপুর জেলার সৈকত শহর দিঘায় অভিনব কায়দায় এটিএম জালিয়াতি করলো এক যুবক। এই ঘটনাকে ঘিরে পর্যটকদের মধ্যে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
শুক্রবার সকালে দিঘা থানার জাতিমাটি গ্রামের বাসিন্দা নয়ন মাইতি নিউ দিঘার ক্ষণিকা মার্কেটের কাছে জানা গেস্ট হাউসের উল্টোদিকে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার এটিএম থেকে টাকা তুলতে যায়। বন্ধন ব্যাংক এর এটিএম নিয়ে পাঞ্চ করলে ট্রানজেকশন ফেল দেখায়। পাশে দাঁড়িয়ে থাকা একটি যুবক এই ঘটনা অনুসরণ করে। পরবর্তীকালে সে বলে আমি টাকা তুলে দিচ্ছি। টাকা তুলে দেওয়ার কথা বলে এটিএমটি নিয়ে পিন নম্বরে পাঞ্চ করে। তাতেও ট্রানজেকশন ফেল দেখায়। সেই সময় নয়নের এটিএম নিয়ে অন্য একটি বন্ধন ব্যাংক এর এটিএম কার্ড ওকে ধরিয়ে দেয়। নয়ন এটিএম কার্ড না দেখেই চলে আসে।মিনিট দশকের পরে মোবাইলে মেসেজ আসে ১২০০০ টাকা তোলা হয়েছে দুবারে। একবার ১০০০০ টাকা। পরে ২০০০ টাকা তোলা হয়। এটিএম কার্ড দেখলে দেখা যায় অন্য নামের। তখনই বুঝতে পারে ওই যুবক তার এটিএম কার্ড় হাতিয়ে নিয়ে টাকা তুলে নিয়েছে। তার একাউন্টে অবশিষ্ট ১৯ টাকা ব্যালেন্স রয়েছে মাত্র। নয়ন জানিয়েছে তারপরেই সে দিঘা থানার দ্বারস্থ হয়। থানাতে একটি অভিযোগ দায়ের করে। অভিযোগ পেয়ে পুলিশ তদন্ত শুরু করে। নয়ন জানিয়েছে শনিবার ওই এটিএম এর কাছে নজরদারি চালায় তারা। একই কায়দায় ওই যুবক অন্য লোকের টাকা তুলে নেওয়ার চেষ্টা করছিল। সেই সময় হাতেনাতে ধরে ফেলে জালিয়াত যুবককে। পুলিশের হাতে তুলে দেয় বলে সূত্রের খবর। পুলিশ তাদের জিজ্ঞাসাবাদ শুরু করে পরে রবিবার কাঁথি আদালতে তোলা হয় বলে জানা গেছে।