দুই মোবাইল ছিনতাইকারী দুষ্কৃতকারী কে হাতেনাতে পাকড়াও করলো স্থানীয় মানুষজন। শনিবার বিকেলে কয়েকজন যুবক মিলে এগরা ১ ব্লকের কুদী নীহারী রাস্তার মোরে কেউ চ্যাট করছিল আবার কেউ গেম খেলছিল। এমন সময় বাইকে করে দুটি যুবক এসে তাদের হাত থেকে দুটি মোবাইল ছিনতাই করে নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। ওই যুবকেরা পিছু ধাওয়া করলে অবশেষে নিহারী বাজার এর কাছে তাদের ধরে ফেলে।
তারপরেই চলে গণধোলাই। পরে এলাকাবাসী ধৃত ২ যুবককে পুলিশের হাতে তুলে দেয়। পুলিশ তাদের জিজ্ঞাসাবাদ করার পরে রবিবার কাঁথি মহকুম আদালতে তোলে বলে জানা গেছে।
Author: ekhansangbad
Post Views: ৫৭