দিঘা পুলিশের তৎপরতায় হারিয়ে যাওয়া শিশু কন্যাকে ফিরে পেল পর্যটক দম্পতি। শনিবার সকালে দিঘার বিশ্ববাংলার কাছে সপরিবারে বেড়াতে বেরিয়েছিল মেয়েকে নিয়ে পর্যটক দম্পতি। তারপরেই দোকানে খাওয়ার কিনতে কিনতে মেয়ে কখন হারিয়ে যায় বুঝতে পারেনি।
এদিক-ওদিক হোন্যে হয়ে খোঁজার পরে মেয়েকে না পেয়ে দিঘা থানার দ্বারস্থ হয় দম্পতি। জানা গেছে উত্তর ২৪ পরগনার বারাসাত থেকে তারা শুক্রবার দিন বেড়াতে এসেছিল দিঘাতে।
শনিবার ছোট্ট আট বছরের মেয়ে দিয়া ঘোষ হারিয়ে যাওয়ায় চিন্তায় পড়ে যান তারা। পুলিশের কাছে অভিযোগ করলে পুলিশ তদন্ত শুরু করে। অবশেষে দিয়াকে উদ্ধার করে তার মা বাবার হাতে তুলে দেয় দিঘা থানার পুলিশ।
পুলিশের তৎপরতায় হারিয়ে যাওয়া মেয়েকে ফিরে পেয়ে খুশি বলে দিয়ার মা সুস্মিতা ঘোষ জানিয়েছেন। দিঘা থানার পুলিশকে অভিনন্দন জানিয়েছেন তারা। পর্যটক দম্পতি শনিবার রাতেই ফিরে যায় বারাসত বলে জানা গেছে।