কাঁথি লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী উত্তম বারিকের সমর্থনে কাঁথি পৌরসভার ৮নং ওয়ার্ডে তপশিলী সংলাপ প্রচার করা হয়। উপস্থিত ছিলেন কাঁথি সাংগঠনিক এস সি এবং ও বি সি সেলের সহ সভাপতি তথা কাঁথি পৌরসভার ভাইস চেয়ারম্যান ড. নিরঞ্জন মান্না, সংগঠনের কাঁথি শহর সভাপতি দুলাল রায়, কাঁথি ১ সভাপতি কৌশিক প্রামানিক,ওয়ার্ড সভাপতি জয়ন্ত দাস,ভক্ত প্রসাদ গারু,তন্ময় জানা, দুর্গাচরণ দাস,টিঙ্কু বারিক,অনুপম জানা,মিনতি দাস, দীপু গায়েন,গায়ত্রী গারু,চন্দনী গায়েন, মিতালী গারু সহ অন্যান্য বিশিষ্ট নেতৃবৃন্দ।
বক্তাগণ তাঁদের বক্তব্যে বলেন, রাজ্যের তপশিলী সম্প্রদায় মানুষদের জন্য পশ্চিমবঙ্গ সরকার বিভিন্ন মানব কল্যাণমুখী প্রকল্প চালু করেছে এবং তপশিলী জনগণকে এই সরকার যথেষ্ট সম্মান করে।তাই উপস্থিত বক্তাগণ আগামী ২৫ মে কাঁথি লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী উত্তম বারিক কে ঘাসের উপর জোড়াফুল চিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করার আহ্বান জানান