আবারো সিপিএমের ভাঙ্গন কাঁথি ৩ ব্লকের দূরমুঠ গ্রাম পঞ্চায়েত এলাকায়। সম্প্রতি দূরমুঠ গ্রাম পঞ্চায়েতের গয়াগিরি অঞ্চল তৃণমূল সভাপতি শ্যামল দাসের তৎপরতায় বুথে তৃণমূলের কর্মী সভায় ৩০টি পরিবার সিপিএম ছেড়ে তৃণমূলে যোগ দিল। এই সভায় উপস্থিত ছিলেন কাঁথি ৩ ব্লকের তৃণমূল সভাপতি নন্দদুলাল মাইতি,অঞ্চল তৃণমূলের সভাপতি শ্যামল দাস, ব্লক যুব তৃণমূলের সভাপতি গৌরী শংকর মিশ্র সহ অন্যান্য তৃণমূল নেতৃত্ব। এই ঘটনাকে ঘিরে এলাকায় শুরু হয়েছে রাজনৈতিক তর্জা। যোগদানকারীদের হাতে তৃণমূলের দলীয় পতাকা তুলে দিয়ে স্বাগত জানালেন অঞ্চল তৃণমূলের সভাপতি শ্যামল দাস। যোগদানকারীরা জানিয়েছেন এলাকার উন্নয়নের জন্য তৃণমূলে যোগদান করেছেন।
বাম যুবনেতা ঝাড়েশ্বর বেরা জানিয়েছেন সিপিএম থেকে কোন নেতা বা কর্মী তৃণমূলে যোগদান করেনি। পঞ্চায়েত নির্বাচনের সময় তৃণমূলের দুটি গোষ্ঠীতে ভাগ হয়ে যায়। পঞ্চায়েত নির্বাচনের পর একটি গোষ্ঠী রাজনীতিতে ছিল না। তাদেরকেই উজ্জীবিত করে যোগদান করানো হচ্ছে। এতে দলের কোন ক্ষতি হবে না। এভাবে তৃণমূল বাজার গরম করছে বলে অভিযোগ করেন।