Select Language

[gtranslate]
৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ বুধবার ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

কর্মী সমর্থককে নিয়ে মিছিল করে মনোনয়ন জমা দিলেন মানস প্রধান এবং নারায়ণ চন্দ্র নায়ক

এসইউসিআই দলের প্রার্থী মানস প্রধান আজ দলের পক্ষ থেকে পাঁচ শতাধিক কর্মী সমর্থককে নিয়ে নিমতৌড়ি শহরে মিছিল করে  জেলাশাসক দপ্তরে মনোনয়ন জমা দিলেন কাঁথি লোকসভা কেন্দ্রের প্রার্থী মানস প্রধান এবং তমলুক লোকসভা কেন্দ্রের প্রার্থী নারায়ণ চন্দ্র নায়ক৷ কেন্দ্র এবং রাজ্য সরকারের জনস্বার্থ বিরোধী নীতির বিরুদ্ধে গণ আন্দোলনকে আরো শক্তিশালী করতে এসইউসিআই দল পশ্চিমবাংলার ৪২টি আসনেই প্রতিদ্বন্দ্বিতা করছে ৷ কাঁথি লোকসভা কেন্দ্রে দলের প্রার্থী  মানস প্রধান মনোনয়ন জমা দেওয়ার পর জানান—” কাঁথি লোকসভার অন্তর্গত  গরিব খেটে—খাওয়া মানুষের বাঁচার কথা লোকসভার অভ্যন্তরে তুলে ধরাতেই একমাত্র বামপন্থী প্রার্থী হিসাবে আমি মনোনয়ন জমা দিলাম৷

বিজেপি এবং তৃণমূল দুটো দলই চূড়ান্ত দুর্নীতিগ্রস্ত৷ বিজেপি এবং তৃণমূল শাসনে শিক্ষাব্যবস্থা গভীর সংকটের সম্মুখীন , বেকারদের কাজ নেই ,চাষির ফসলের দাম নেই , নতুন করে কোনো কলকারখানা হচ্ছে না, ব্যাপকভাবে শ্রমিক ছাটাই হচ্ছে,নারী নির্যাতন ভয়াবহ আকার ধারণ করেছে, ইলেকট্ররাল বন্ধের মাধ্যমে হাজার হাজার কোটি কোটি টাকা দুর্নীতি জনসমক্ষে উঠে এসেছে এবং  বিজেপি ,তৃণমূল ,কংগ্রেসের চূড়ান্ত দূর্নীতির চরিত্রকে উদঘাটিত করে দিয়েছে৷ সুতরাং মিথ্যা প্রতিশ্রুতি নয় মানুষের বাঁচার দাবিগুলি তুলে ধরার পাশাপাশি কাঁথির জুনপুটে মিসাইল উৎক্ষেপণ কেন্দ্র এবং হরিপুরে পরমাণু বিদ্যুৎ কেন্দ্র করার পরিকল্পনা বাতিল, দীঘা— পাঁশকুড়া পর্যন্ত লোকাল ট্রেনের সংখ্যা বাড়ানো, বন্যা  নিয়ন্ত্রণে স্থায়ী সমাধান,  সমুদ্র উপকূলবর্তী এলাকায় বিপর্যয়ে মোকাবিলায় মাস্টারপ্ল্যান কার্যকরী করা ,কাজু শিল্পের করনীতি সরলীকরণ এবং শ্রমিকের সামাজিক সুরক্ষা প্রদান সহ নানান এলাকার সমস্যা সমাধানে কার্যকরি ব্যবস্থা গ্রহনের দাবি আমি নির্বাচনী প্রচারে তুলে ধরছি৷ আমি এই লোকসভার বাম ও গণতান্ত্রিক জনসাধারন সহ সর্বস্তরের জনসাধারণের কাছে আবেদন জানাবো আন্দোলনের শক্তি এসইউসিআই(সি)দলের পক্ষে থাকার জন্য৷
আজকে এই মনোনয়োন দাখিলের কর্মসূচীতে উপস্থিত ছিলেন দলের দঃ সাংগঠনিক জেলার জেলা সম্পাদক অশোকতরু প্রধান সহ জেলা নেতৃত্ব৷

ekhansangbad
Author: ekhansangbad

Related News

Also Read