লোকসভা ভোটের আগে আবারো রাজ্যের শাসক দল তৃণমূল ও বাম দলের মধ্যে বড়সড় ভাঙ্গন ধরালো বিজেপি। সোমবার ভারতীয় জনতা পার্টি কাঁথি সাংগঠনিক জেলার রামনগর -৪ মন্ডলের কালিন্দী গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা ২০ টি পরিবারের ৫৭ জন তৃণমূল কংগ্রেস ও সিপিআইএম দল ত্যাগ করে ভারতীয় জনতা পার্টির যোগদান করলো।
বিজেপিতে যোগদানকারীরা জানিয়েছেন তৃণমূলের দুর্নীতির প্রতিবাদে বিজেপির আদর্শ ও ভাবধারায় উদ্বুদ্ধ হয়ে, ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেন।
যোগদানকারীদের হাতে দলীয় পতাকা তুলে দেন কাঁথি লোকসভা কেন্দ্রে ভারতীয় জনতা পার্টির প্রার্থী সৌমেন্দু অধিকারী।
এই কর্মসূচীতে উপস্থিত ছিলেন কাঁথি সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক চন্দ্রশেখর মন্ডল, কিষাণ মোর্চার রাজ্য সম্পাদক রামচন্দ্র দাস, রামনগর – ৪ মন্ডলের সভাপতি বিবেকানন্দ পাত্র, সংখ্যালঘু মোর্চার সভাপতি সামসের বেগ দলীয় নেতৃত্ব অরুণ রাণা,সেক তাহের হোসেন প্রমুখ নেতৃবৃন্দ।
স্থানীয় তৃণমূল নেতৃত্ব জানিয়েছেন বিজেপির আদি কর্মীরা যারা দীর্ঘদিন ধরে রাজনীতির আঙিনায় ছিলেন না তাদেরকেই ধরে ধরে বিজেপিতে যোগদান করানো হচ্ছে। প্রচার করা হচ্ছে তৃণমূল বা সিপিএমের থেকে এসে যোগদান করছে। এগুলো বিজেপির নাটক। সেই কারণে তৃণমূল দলের কোন ক্ষতি হবে না।
স্থানীয় সিপিএম জানিয়েছেন সিপিএম বা বাম দল থেকে কোন নেতৃত্ব বা কর্মী বিজেপিতে যোগদান করেননি। এই ঘটনাকে ঘিরে এলাকায় শুরু হয়েছে রাজনৈতিক তরজা।