অবাধ ও স্বচ্ছ নির্বাচনের লক্ষ্যে সাধারণ মানুষকে সচেতন করতে এগরা মহকুমা প্রশাসনের অভিনব উদ্যোগ। পূর্ব মেদিনীপুর জেলার এগরা প্রশাসনের উদ্যোগে পথনাটিকার মাধ্যমে প্রচারের অভিযান করা হয়।
প্রচারের দ্বিতীয় দিন এগরা এক ব্লকের কুদিতে এগরা কলেজের নাট্য বিভাগের ছাত্র-ছাত্রীরা অধ্যাপক মলয় বারিক এর নির্দেশিত পথনাটক হয় পুতুল নাচের মধ্যদিয়ে ।
এগরা মহকুমা শাসক মঞ্জিত কুমার জানান গ্রামীণ এলাকার মানুষকে ভোট সম্পর্কে সচেতন করতে পথনাটক কে হাতিয়ার করে করা হয়েছে। গতকাল এগরা শহরে এবং আজ এগরা-১ ব্লকের কুদিতে অত নাটকের মাধ্যমে সচেতন করা হয়েছে।
আগামী দিনে ব্লকে ব্লকে এবং পঞ্চায়েতে পঞ্চায়েতে যাতে এই পথ নাটিকার মাধ্যমে মানুষকে সচেতন করা যায় সেই ধারা অব্যাহত রাখার চেষ্টা চালানোর কথা মহকুমা শাসক জানিয়েছেন।
Author: ekhansangbad
Post Views: ৮৫