Select Language

[gtranslate]
৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ বুধবার ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

“মা” হতে বিনামূল্যে চিকিৎসা পরামর্শ শিবির।

প্রদীপ কুমার সিংহ :- বিবাহিত মহিলারা  যারা মা হতে পারে না তাদের জন্য একটি বিনামূল্যে বিশেষ শিবিরের ব্যবস্থা করে বারুইপুরের একটি বেসরকারি নার্সিংহোম।

বারুইপুর থানার অন্তর্গত বারুইপুর পৌরসভা তিন নম্বর ওয়ার্ডের শাজাহান রোডে এই নার্সিংহোমটি অবস্থিত নার্সিংহোমটির নাম শান্তিনিকেতন নার্সিংহোম।

এই শিবিরে ডাক্তার বিপ্লব রায় চৌধুরীর সঙ্গে কথা বলে জানা যায় যে বিবাহিত মহিলারা বহুদিন ধরেই মাতৃত্ব হতে পাচ্ছে না তাদের জন্য বিশেষ বিনামূল্যে সুচিকিৎসা পরামর্শ ব্যবস্থা করা হয় এই শিবিরে। অনেক সময় অনেক বিবাহিত মহিলা বহুদিন ধরেই মাতৃত্ব না হওয়ার জন্য নিজেরা মানসিক যন্ত্রণা ভোগ করতে হয়। সেই মানসিক যন্ত্রণাকে উপশম করার জন্য  বেসরকারি নার্সিংহোমে এই শিবিরের আয়োজন করা হয়েছে।

রবিবারে শিবিরে প্রায় ২৫ থেকে ৩০ জন দম্পতি অংশগ্রহণ করেছিলেন।


শান্তিনিকেতনের নার্সিংহোমে কর্ণধার ডাক্তার সুলতানা দিদি সঙ্গে কথা বলে জানা যায় উনার বাবা বারুইপুর তথা দক্ষিণ ২৪ পরগনার একজন বিশিষ্ট ডাক্তার ছিলেন,নাম  আতিকুর রহমান। উনার একটি চ্যারিটি সোসাইটি ছিল। বিনামূল্যে বহু দুস্থ মানুষের চিকিৎসা করেছেন। সেই কথা মাথায় রেখে রবিবার নিজেদের নার্সিংহোমে যেসব বিবাহিত মহিলারা মা হতে পারছেন না অনেকদিন ধরেই তাদের জন্যই বিনামূল্যে সুচিকিৎসার পরামর্শ দেওয়ার জন্য একটি ক্যাম্প করে। তিনি বলেন যেসব মহিলারা কোন সমস্যার জন্য মা হতে পারছেন না । সেই সব দম্পতিকে বিশিষ্ট ডাক্তার দ্বারা নিজেদের তত্ত্বাবধানে রেখে যাতে তারা মা হতে পারে সেই ব্যবস্থা করা। তিনি বলেন এখনো পর্যন্ত এরকম বেশ কয়েকজন মহিলা বিনামূল্যে চিকিৎসা পরামর্শ নিয়ে মা হয়েছেন। যাদের বিভিন্ন সমস্যা ছিল মা হতে পারবেন না মনে করেছিলেন। তারা অনেকেই মা হয়েছেন। সেই জন্যেই রবিবার বিবাহিত মহিলাদের উদ্দেশ্যে বিনামূল্যে এই শিবির করা হয়।

ekhansangbad
Author: ekhansangbad

Related News

Also Read