পূর্ব মেদিনীপুরের ভগবানপুর ২ ব্লকের ইটাবেড়িয়া অঞ্চলে বিভিন্ন বুথে পদযাত্রার মধ্য দিয়ে নির্বাচনী প্রচার করলেন কাঁথি লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী জেলা সভাধিপতি বিধায়ক উত্তম বারিক।
তিনি তার বক্তব্যে বলেন সনাতন ধর্মের রামকে নির্বাচনের এজেন্ডা বানিয়ে বিজেপি ভোট বৈতরণী পার হতে চাওয়া অপরাধের। ভোট হবে উন্নয়ন নিয়ে, এলাকার পানীয় জল, যোগাযোগ ব্যবস্থা ,রেশন বন্টন প্রভৃতি পরিষেবা সাধারণ মানুষের কাছে কারা পৌঁছে দেবে এটা তাদের বাছাই এর নির্বাচন।
মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন লক্ষী ভান্ডারের ৫০০ টাকাকে ১০০০ টাকা করবেন ।
উত্তম বলেন ইতিমধ্যে মায়েরা তাদের এ্যাকাউন্টে ৫০০ টাকার যায়গায় ১০০০ টাকা আবার ১০০০ টাকার পরিবর্তে ১২০০ টাকা করে তারা পেয়েছেন। এরপরেই কটাক্ষ করে বলেন কেন্দ্রের বিজেপি সরকারের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছিলেন কালো টাকা উদ্ধার করে সবার একাউন্টে পৌঁছে দেবেন কারুর একাউন্টে পৌঁছে থাকলে সেটা বলুন। কথা দিয়ে কথা রক্ষা করেন মমতা বন্দ্যোপাধ্যায়।
তিনি বলেন আজ তৃণমূলকে চোর বলছেন? দেশের সবচেয়ে বড় চোর বিজেপি। বিজেপির কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের স্বামী প্রকাশ্যে বলেছেন দেশের সবচেয়ে বড় দুর্নীতি ইলেক্ট্রোরাল বন্ড। সভায় অন্যান্যদের সঙ্গে উপস্থিত ছিলেন ব্লক সভাপতি অম্বিকেশ মান্না ।